Skip to main content

এই অদম্য মাশরাফি মুর্তজা যেন ফুরাবার নয়

This incredible Mashrafe Mortaza is unbeatable - ft

Mashrafe Mortaza

দেশের জার্সিটা তুলে রেখেছেন সেই কবেই। তবু মাঠের সবুজ ঘাস, ২২ গজ যেন তাকে হাতছানি দিয়ে ডাকে৷ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি তিনি একজন সাংসদ ও বটে, তবু দিনশেষে বল হাতে বাইশ গজে তিনি দৌঁড়াবেনই। অদম্য এই মাশরাফি যেন ফুরাবার নয়, থামার নয়৷  একটা ব্রেক-থ্রু এনে দিয়ে দলকে স্বস্তিতে ফেরানোতেই যেন তার সব খুশি। একজন  মাশরাফি বিন মর্তুজা তো এমনই।এবারের ডিপিএলেও লিজেন্ডস অব রূপগঞ্জকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বল হাতেও সফল মাশরাফি।

গত জানুয়ারিতে বিপিএল খেলবেন কিনা তা নিয়েও ছিল অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে পিঠের ইঞ্জুরিটা ভোগাচ্ছে তাকে। এ কারণেই বিপিএলে বেশকিছু ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। পরবর্তীতে সেই ইঞ্জুরি থেকে সেরে উঠার মিশনে দিগ্বিদিক ছোটাছুটি করেও ফল পাননি মাশরাফি। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শ, সমস্যা সমাধানে অস্ত্রোপচার করাতে হবে।

তবে হুটহাট অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেননি তিনি। মূলত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতেই অস্ত্রোপচার ছাড়া সেরে উঠার উপায় খুঁজেছেন মাশরাফি। কারণ, অস্ত্রোপচার করলেও দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হতো তাকে। শেষ পর্যন্ত ভারতের চেন্নাই গিয়ে চিকিৎসা নিয়ে আসেন। তবে দেশে ফিরেও ডিপিএলের শুরুতে মাঠে নামতে পারেননি এই ফাস্ট বোলার। 

তবে যখনই মাঠে ফিরলেন, যেন ঠিক পুরনো ম্যাশকেই পেয়েছে রূপগঞ্জ। নেতৃত্ব দিয়ে যেমন গোটা দলকে চাঙ্গা করে রেখেছেন, তেমনি দলের বোলিং ইউনিটেও শক্তি বাড়িয়েছে নড়াইল এক্সপ্রেসের উপস্থিতি। বয়স যে তার চল্লিশ ছুঁইছুঁই, তা টেরই পাওয়া যায় না বাইশ গজের মাশরাফিতে। গোটা টুর্নামেন্ট জুড়েই নিয়ন্ত্রিত বোলিং করেছেন তিনি। উইকেট শিকারেও ছিলেন বেশ ধারাবাহিক।

সদ্যশেষ ডিপিএলে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকায় ৬ নম্বরে আছে মাশরাফির নাম। রূপগঞ্জের জার্সিতে ১৪ ম্যাচ খেলে মোট ২০ উইকেট শিকার করেছেন এই পেসার। ইকোনমি রেট কিংবা বোলিং গড়, সবদিকেই বেশ নিয়ন্ত্রিত মাশরাফি। ওভারপ্রতি ৫.৪৫ রান খরচ করে প্রতি উইকেট শিকারে ২৯.৭৫ বল করেছেন ম্যাশ।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...