Skip to main content

ঋষভ পন্থের টানে অস্ট্রেলিয়ায় উর্বশী?

ঋষভ পন্থের টানে অস্ট্রেলিয়ায় উর্বশী?

ভারতীয় ক্রিকেট এবং উর্বশী রাওতেলার মধ্যে যোগসূত্র চলছে  অনেকদিন ধরেই । ভারতের ম্যাচে প্রায়ই গ্যালারীতে দেখা মিলছে লাস্যময়ী এই অভিনেত্রীর। এবার অস্ট্রেলিয়া থেকে ছবি প্রকাশ করলেন উর্বশী। যেখানে ভরপুর সাজে উর্বশীকে দেখা যাচ্ছে বিমানে। ভিন্ন দুটি মুহূর্তের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী নিজেই।

ছবিগুলোর ক্যাপশনে উর্বশী লিখেন, ‘মন যা চাইছে তা-ই করলাম। হৃদয় আমাকে অস্ট্রেলিয়ায় টেনে নিয়ে যাচ্ছে।’ কিন্তু ভক্ত-সমর্থকরা আর বুঝতে দেরি করলেন না  বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে  ঋষভ পন্থ যেহেতু অস্ট্রেলিয়ায়, সেহেতু উর্বশী সেখানেই ছুটছেন। 

অভিনেত্রীর সেই পোস্টে পন্থকে জড়িয়ে মন্তব্যেরও শেষ নেই। এদিকে এবারের বিশ্বকাপে ভারতের মিশন শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। সে ম্যাচ দেখার জন্য ভারতীয় অভিনেত্রী থাকবেন কি না, তা অবশ্য জানা যায়নি। তবে নেটিজেনদের প্রত্যাশা, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ভারতের ম্যাচে গ্যালারী মাতিয়ে রাখবেন উর্বশী।

অনেকেই বলছেন পুরানো বিবাদ ভুলে আবার পন্থের দরজাতেই কড়া নাড়ছে এই অভিনেত্রী। যদিও সম্প্রতি পন্থকে ঘিরে অন্য আরেকজন অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। ভিন্ন মতও দিয়েছেন অনেকে। নেটিজেনদের অনেকে বলছেন ঋষভ পন্থ ফর্মে না থাকলে এর জন্য দায়ী থাকবেন উর্বশী। কেউ আবার পন্থ আর উর্বশীকে নিয়ে মজার মিম ও বানিয়েছেন। 

গুঞ্জন আছে, ২০১৮ সাল থেকে একে অপরের প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছেন দুই জগতের দুই তারকা পন্থ-উর্বশী। এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মিলেছে তাদের। ভিন্ন খবরও অবশ্য রয়েছে, ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। কিছুদিন আগে  দুজনার খোঁচা পাল্টা খোঁচা যেন থামছিলো না। আবার সম্পর্কের কথাও অস্বীকার করেন দুজনেই।

গত এশিয়া কাপে পাকিস্তানের পেসার নাসিম শাহকে জড়িয়ে উর্বশীর প্রেমের গুঞ্জন শুরু হয়। যদিও পরে নাসিম জানান এই অভিনেত্রীকে তিনি চিনেননা। ব্যাপারটা বেশ হাস্যরসের জন্ম দেয়। এবারের অস্ট্রেলিয়া সফরে এই অভিনেত্রী কি কান্ড ঘটান সেদিকেই নজর নেটিজেনদের।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...