গল টেস্ট যেন ইতিহাস তৈরির কারখানাতে রূপ নিয়েছে। প্রথমে লঙ্কান স্পিনার প্রভাত জয়সুরিয়া ভাঙলেন ৯৬ বছরের পুরানো রেকর্ড। এবার আলোচনা হচ্ছে সেখানেই কি শতাব্দীর সেরা বলটা করলেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ?
গল টেস্টের তৃতীয় দিনে এমন ডেলিভারি করে যেন সবাইকে চমকে দিয়েছেন ইয়াসির। মনে করিয়ে দিয়েছেন কিংবদন্তী শেন ওয়ার্নের সেই ‘বল অব দ্যা সেঞ্চুরি’কে। ওয়ার্ন বেঁচে থাকলে হয়তো আজও প্রশংসায় ভাসাতেন ইয়াসিরকে। কেননা, ২০১৫ সালেই পাকিস্তানি এ তারকাকে ‘বিশ্বের সেরা লেগ স্পিনার’ বলেছিলেন ওয়ার্ন।
গল টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা দল। ৫৬ তম ওভারে বল করতে আসেন ইয়াসির। মেন্ডিস তখন ক্রিজে পুরোপুরি সেট ব্যাটসম্যান, ৭৬ রানে ব্যাট করছেন। ঠিক তখনই, ইয়াসিরের একটু জোরের ওপর ঝুলিয়ে দেয়া ডেলিভারিটি লেগ স্টাম্পের বেশ বাইরে পড়েছিল।
স্বাভাবিক ভাবেই পেছনের পায়ে ভর করে বলটা আরামে খেলতে চেয়েছেন মেন্ডিস৷ কিন্তু কিসের কি? বলটি মাটিতে পড়েই তীক্ষ্ণ মোচড় দিয়েই আঘাত হানে অফ স্ট্যাম্পের উপর। এরপর ইয়াসির সতীর্থদের সাথে উল্লাসে মেতে উঠলেও ক্রিজের দিকে অবাক পানে তাকিয়ে ছিলেন মেন্ডিস।
ইয়াসিরের অবাক করা ডেলিভারিটির প্রশংসা করেছে ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। পাকিস্তানি এই স্পিনারের এই ডেলিভারি নিয়ে প্রশ্ন তুলেছে তারা। প্রশ্নটা তোলা হয়েছে আইসিসির ওয়েবসাইটে— ‘ইয়াসির শাহ কি আধুনিক সময়ে ‘শতাব্দীর সেরা বল’ করলেন?’
কোন লেগস্পিনারের এমন জাদুকরী ডেলিভারি দেখলেই চোখে ভেসে ওঠে ওয়ার্নারের সেই বল অফ দ্যা সেঞ্চুরির দৃশ্য। ১৯৯৩ সালের অ্যাশেজে ওল্ড ট্যাফোর্ডে শেন ওয়ার্নের করা সেই বলটিও পড়েছিল লেগ স্ট্যাম্পের বাইরে। মাইক গ্যাটিং সামনের পায়ে ভর করে নিজের স্টাম্প আগলে খেলার চেষ্টা করেন। কিন্তু কিসের কি! বলটি মোচড় দিয়ে যেয়ে আঘাত হানে অফ স্ট্যাম্পে। কুশল মেন্ডিসও সম্ভবত ইয়াসিরের ডেলিভারিটা কখনো ভুলতে পারবেন না! যেমনটা ওয়ার্নের সেই ডেলিভারি ভুলতে পারেননি মাইক গ্যাটিং।
ইয়াসিরের ডেলিভারিটির প্রশংসা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। টুইটে বলা হয়েছে, ‘শতাব্দীর সেরা বলের দাবিদার? ইয়াসির শাহ অবিশ্বাস্য এক ডেলিভারিতে কুশল মেন্ডিসকে আউট করেছেন, যা দেখে দর্শকদের শেন ওয়ার্নের করা শতাব্দীর সেরা ডেলিভারিটি মনে পড়েছে।’ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশেনও ইয়াসিরের এই ডেলিভারির ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত সপ্তাহে দেখা ক্রিকেটের সেরা ঘটনা’।