এশিয়া কাপে চেনা ছন্দে আছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারত। প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে হংকংকে হারায় রোহিত শর্মার দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হার্দিক পান্ডিয়ার সাথে জুটি বেধে ভারতকে জয়ের বন্দরে পৌছে দিতে সাহায্য করেন রবীন্দ্র জাদেজা। তবে হাটুর চোটের কারনে তার এশিয়া কাপ শেষ হয়ে গেছে। ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেও নতুন এক কীর্তির জন্য সংবাদের শিরোনামে ভারতের এই তারকা অলরাউন্ডার।
হংকংয়ের বিরুদ্ধে আশানুরূপ ফলাফল করতে পারেনি ভারতের বোলিং বিভাগ। কিন্তু ঐ ম্যাচেই নতুন নজির গড়েছেন জাদেজা। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানকে ছাড়িয়ে তিনিই এখন এশিয়া কাপে ভারতের সবচেয়ে সফলতম বোলার।
এতদিন পাঠান ২২ উইকেট নিয়ে এশিয়া কাপে ভারতের সর্বোচ্চ উইকেট নেয়া বোলার ছিলেন। এশিয়া কাপে হংকং এর সাথে ম্যাচে জাদেজা ক্যারিয়ারের ২৩ তম উইকেট শিকার করেন ।আর এতেই রেকর্ড বুকে ঢুকে যান জাদেজা। ২৩ উইকেট নিয়ে তিনি টপকে গেলেন পাঠানকে।
এশিয়া কাপে ৩০টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নেয়া বোলারের তালিকায় প্রথম স্থানে আছেন শ্রীলঙ্কান বোলার মুরলীধরণ। লাসিথ মালিঙ্গা ২৯টি উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। এরপরে আছেন অজন্তা মেন্ডিস। তিনি শিকার করেছেন ২৬টি উইকেট। পাকিস্তানের সাঈদ আজমল ২৫ উইকেট শিকার করে চতুর্থ স্থানে এবং ২৩ টি উইকেট শিকার করে ভারতের রবীন্দ্র জাদেজা আছেন পাঁচ নম্বরে।
এদিকে চোট আক্রান্ত রবীন্দ্র জাদেজার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টিম ইন্ডিয়ার পরিকল্পনায় ভালোভাবেই আছেন এই অলরাউন্ডার। ধারনা করা হচ্ছে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে দলের সাথে যোগ দিবেন তিনি।