ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ, তখনই একের পর এক চোটের দুঃসংবাদ বাংলাদেশ দলে। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি ইয়াসির আলী রাব্বি। এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গিয়ে দেশে ফিরে আসছেন তিনি। এবার চোটের কারণে ছিটকে গেলেন সাইফউদ্দিন।
বোলিংয়ের সময় ব্যথা অনুভব করায় বিসিবির মেডিকেল বিভাগ থেকে সাইফউদ্দিনকে আনফিট ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আর যাওয়া হচ্ছে না তার। বিসিবির এক সূত্রে জানা গেছে, সাইফউদ্দিনের পিঠের চোটের বিষয়টি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে।
একই চোটের কারণে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরেছেন। আবাহনীর হয়ে ১৪ ম্যাচ খেলে ২২ উইকেট শিকার করেছেন তিনি। যা এই ডিপিএলে পেসারদের মধ্যে সর্বোচ্চ। লোয়ার অর্ডারে ব্যাটিং করে ২৭০ রানও করেছেন।
ডিপিএলের সেই পারফরম্যান্স দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ সীমিত ওভারের সিরিজে দলে জায়গা করে নেন সাইফউদ্দিন। এদিকে টেস্ট দলের সদস্যরা আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেও, সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটাররা যাওয়ার কথা ২৪ জুন। যেখানে ছিল সাইফউদ্দিনের নামও।
কিন্তু আগেই দুঃসংবাদ পেলেন তিনি। ২২ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাইফউদ্দিনের ফিটনেস পরীক্ষা করানো হয়। আনফিট থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠা হচ্ছে না তার। তবে এই ক্রিকেটারের বদলি হিসেবে কাকে নেওয়া হবে, সেটা এখনো জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।