BJ Sports – Cricket Prediction, Live Score

ইনজুরির কারণে বছরের বাকি সময়ের সকল প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিটকে গেলেন জফরা আর্চার

কনুইয়ের চোটে ২০২১ সালের সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জফরা আর্চার। চোট দ্বিতীয়বার তার ডান কনুইতে ফিরে আসে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজেও (২০২১-২২) দেখা যাবে না আর্চারকে।

২০২০ সালে প্রথম এই চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গিয়েছিলেন আর্চার। এরপর থেকে মাত্র ৬টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলতে পেরেছেন ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার।

সর্বশেষ ভারত সফর থেকে এ চোট নিয়ে দেশে ফিরেছিলেন আর্চার। এরপর আইপিএল ২০২১ এর আসর থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। হাত থেকে হাড়ের অবশিষ্টাংশ সরানোর জন্য অস্ত্রোপচারও করানো হয়েছিল। পুনর্বাসন শেষে নিজ কাউন্টি দল সাসেক্সের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ফিরেছিলেন আর্চার। সেখানেই বোলিংয়ের সময় ব্যথা ও অস্বস্তি বোধ করার পর আরেক দফা স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল তাঁকে। 

সে স্ক্যানেই ধরা পড়ে, ডান কনুইয়ে চোটটা আবার ফিরে এসেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এ বছর আর আর্চারকে পাবে না তারা। 

ফলে ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ও অ্যাশেজ ২০২১-২২ খেলতে পারবেন না ২০১৯ বিশ্বকাপ জয়ী এই পেসার। অবশ্য ইসিবি বলছে, আর্চারের এই চোট তাঁর অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত নয়। আপাতত ক্রিকেট থেকে বিরতি নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বয়সে এখনো তরুণ হলেও আর্চারের ভবিষ্যৎ ক্যারিয়ার তাই আরেক দফা অনিশ্চয়তার মুখে পড়ে গেল। এ চোটের কারণে, ভবিষ্যতে শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেট বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে আর্চারের।। এমনিতে এ সিজনে ইংল্যান্ডের বেশির ভাগ ম্যাচেই ছিলেন না তিনি। তবে নতুন করে তাঁর এবারের অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য একটি অতিরিক্ত ধাক্কা হিসেবেই এসেছে।    

ক্রিকেটের সকল নতুন খবরের জন্য Baji -র সাথেই থাকুন!

Exit mobile version