Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১ নভেম্বর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৩৩ (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)

ক্রিকেট হাইলাইটস, ১ নভেম্বর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৩৩ (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (ম্যাচ ৩৩) – হাইলাইটস

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল একটি পুঁজি দাড় করায় ইংল্যান্ড। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় লক্ষ্যে পৌছাতে পারে নেই নিউজিল্যান্ড। ফলে হার নিয়ে মাঠ থেকে বিদায় নেন তারা। সেই সাথে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন জস বাটলার। 

বলতে গেলে বাঁচামরার লড়াই ইংল্যান্ডের। এই ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। এমন সমীকরণ মাথায় নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইংলিশরা। ৬ উইকেটে তুলেছে ১৭৯ রান। 

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুই ওপেনার জস বাটলার আর অ্যালেক্স হেলসই বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন দলকে।

ইনিংসে উদ্বোধন করতে নেমে বাটলার-হেলস গড়েন ৬২ বলে ৮১ রানের জুটি। হেলস ৪০ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ৫ রানেই আউট হয়ে যান মঈন আলি। লিয়াম লিভিংস্টোন ঝড় তুলতে চাইলেও ১৪ বলে ২০ রানের বেশি এগোতে পারেননি। হ্যারি ব্রুক করেন ৭ রান।

তবে একটা প্রান্ত ধরে রেখে ঠিকই দলকে এগিয়ে নিয়েছেন বাটলার। ইনিংসের ৮ বল বাকি থাকতে রানআউট হন উইকেটরক্ষক এই ব্যাটার। ৪৭ বলে গড়া তার ৭৩ রানের ইনিংসে ছিল ৭ চারের সঙ্গে ২টি ছক্কার মার। এছাড়া ৭ বলে ৮ রান করেন বেন স্টোকস। ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন স্যাম কুরান এবং ১ বলে ৩ রানে অপরাজিত থাকেন ডেভিড মালান।

কিউই পেসার লকি ফার্গুসন ২ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪৫ রান। এছাড়া ১টি করে উইকেট নেন টিম সাউদি, মিচেল স্যান্টনার, এবং ইশ সোধি। 

এবারের বিশ্বকাপে রীতিমত উড়ছিল যেন নিউজিল্যান্ড। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলে, তাদের নাম এখনই সেমিফাইনালে লিখে দেয়া যেতো। কিন্তু কেন উইলিয়ামসনের এই দলটিকে টেনে মাটিতে নামালো ইংল্যান্ড। ব্রিসবেনে দ্য গ্যাবায় ইংল্যান্ডের কাছে ২০ রানে হেরেছে কিউইরা। 

নিউজিল্যান্ডের এই পরাজয়ের ফলে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। তিন দলেরই পয়েন্ট সমান হয়ে গেলো ইংল্যান্ডের এই জয়ের ফলে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৫ করে। যদিও রানরেটের হিসেবে শীর্ষে কিউইরা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

পয়েন্ট টেবিলের এই জটিলতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুস্কিল। কারণ, শেষ রাউন্ডের ম্যাচে কে হারে, কে জেতে তার ওপর নির্ভার করবে সেমিফাইনালে যাচ্ছে কোন দুই দল। অর্থাৎ আগে থেকে বলার উপায় নেই, কোন দল বিদায় নেবে।

জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৯ বলে ৩ রান করে আউট হয়ে যান ডেভন কনওয়ে। ১১ বলে ১৬ রান করেন ফিন অ্যালেন। ২৮ রানে দুই উইকেট পড়ার পর কেন উইলিয়ামসন এবং গ্লেন ফিলিপস মিলে ৯১ রানের জুটি গড়ে কিউইদের সামনে জয়ের সম্ভাবনা তৈরি করেন।

৩৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। কেন উইলিয়ামসন ৪০ বলে করেন ৪০ রান। ৩টি বাউন্ডারির মার মারেন তিনি।

১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন মিচেল সান্তনার। এর আগে জেমস নিশাম ৬ রানে এবং ড্যারিল মিচেল ৩ রানে আউট হয়ে গেলে কিউিইদের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে শেষ হয় তাদের ইনিংস।


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এর স্কোরবোর্ড

ইংল্যান্ড – ১৭৯/৬ (২০.০)

নিউজিল্যান্ড – ১৫৯/৬ (২০.০)

ফলাফল – ইংল্যান্ড ২০ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জস বাটলার


ক্রিকেট হাইলাইটস, ১ নভেম্বর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৩৩ (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের একাদশ

ইংল্যান্ড জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডেভিড মালান, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, স্যাম কুরান, মার্ক উড, আদিল রশিদ
নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, জেমস নিশাম, ড্যারিল মিচেল, টিম সাউদি, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...