ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা (৩য় টি২০) – হাইলাইটস
রবিবার তিন ম্যাচের টি২০ সিরিজের ৩য় টিতে মুখোমুখি হয়েছিল দক্ষিন আফ্রিকা এবং ইংল্যান্ড। ৩য় টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রোজ বোল, সাউদাম্পটনে। এইডেন মারক্রাম এবং রেজা হেন্ড্রিক্সের ঝড়ো ব্যাটিং-এ বিশাল না হলেও ২০০-র কাছাকাছি লক্ষ্য তাড়া করার জন্য পায় ইংল্যান্ড। কিন্তু সেই লক্ষ্যে পৌছানোর আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে সিরিজও তাদের হাত থেকে ছিনিয়ে নিল প্রোটিয়ারা।
সাউদাম্পটনের রোজ বোলে টস হেরে ব্যাট করতে নেমে রেজা হেন্ড্রিক্স ও এইডেন মারক্রামের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে তাবরাইজ শামসির ঘূর্ণিতে ১০১ রানেই সব খেলোয়াড়দের হারায় ইংল্যান্ড।
শুরুতে ডি ককের উইকেট হারানোর পর বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ৩ বল খেলে ১টি ও রান করতে পারেনি কুইন্টন ডি কক। কিন্তু দমে যায় নি প্রোটিয়ারা, দ্বিতীয় উইকেটে রাইলি রুশোর সঙ্গে ৫৫ রান যোগ করেন রেজা। আউট হওয়ার আগে ১৮ বলে ৩১ রান করেন আগের ম্যাচের নায়ক রুশো। তার ৩১ রানের ইনিংসে ছিল ৬টি চার।
এরপর তৃতীয় উইকেটে শক্ত ভিত গড়ে দেন মারক্রাম ও রেজা। এ জুটিতে আসে ১০.১ ওভারে ৮৭ রান।সাজঘরে ফেরার আগে ৯ চারের মারে ৫০ বলে ৭০ রান করেন রেজা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৫১ রান করা মারক্রাম। তার ৫১ রানের ইনিংসটি সাজান ছিল ৫টি চার দিয়ে।
শেষদিকে অধিনায়ক ডেভিড মিলার তিন চার ও এক ছয়ের মারে ৯ বলে করেন ২২ রান, ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান। তিনি ২টি চারও মেরেছিলেন। ৯ রান এক্সট্রা সহ ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করেন দক্ষিন আফ্রিকা।
ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন ডেভিড উইলি। এছাড়া ১টি করে উইকেট নেন মঈন আলি ও ক্রিস জর্ডান।
জবাব দিতে নেমে ইংলিশরা শুরুটা দেখেশুনে করলেও তাদের হাত খুলে খেলার সুযোগ দেননি প্রোটিয়া বোলাররা। স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন কেশভ মহারাজ। লুঙ্গি এনগিদির হাতে ক্যাচ দিয়ে ১০ বলে ১৪ রান করে ফেরেন বাটলার। তিনি ২ টি চার ও মেরেছিলেন।
আরেক ওপেনার জেসন রয়কে ফেরান অ্যানরিচ নর্টজে । ১৮ বলে ১৭ রান করেন রয়। এরপর ১১ বলে ৭ রান করা ডেভিড মালানকে ফেরান ফেহলুকওয়ায়ো। মঈন আলি সাজঘরে ফেরেন ৫ বলে ৩ রান করার পর। এরপর তাবরিজ শামসি এসে স্বাগতিকদের আর সোজা হয়ে দাঁড়াতে দেননি। তার ঘূর্ণিতে কুপোকাত হয়ে একে একে সাজঘরের পথ ধরেন লিয়াম লিভিংস্টোন (৩), স্যাম কুরান (৯), উইলি (০), আদিল রশিদ (০) ও ক্রিস জর্ডান (১৪)। ক্রিস জর্ডান ২টি চার ও মেরেছিলেন।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করা জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন মহারাজ। তার সংগ্রহে ছিল দুইটি চার। জনি বেয়ারস্টো, জেসন রয়, জস বাটলার ও ক্রিস জর্ডানের রানের সুবাদে কোনোমতে ১০০ পার করে ইংলিশরা। আর তাতে ৯০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
৪ ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন শামসি। দুইটি উইকেট নিয়েছেন কেশব মহারাজ। এছাড়া এইডেন মার্করাম, আন্দিলে ফেহলুকওয়ায়, অ্যানরিচ নর্টজে প্রত্যেকে পান ১টি করে উইকেট।
ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা এর স্কোরবোর্ড
ইংল্যান্ড – ১০১/১০ (১৬.৪)
দক্ষিন আফ্রিকা – ১৯১/৫ (২০)
ফলাফল – দক্ষিন আফ্রিকা ৯০ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – তাবরেজ শামসি
প্লেয়ার অফ দ্য সিরিজ – রেজা হেন্ড্রিক্স
ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের একাদশ
ইংল্যান্ড | জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডেভিড মালান, জেসন রয়, মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, রিস টপলে, আদিল রশিদ |
দক্ষিন আফ্রিকা | ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, রেজা হেন্ড্রিক্স, ট্রিস্টান স্টাবস, এইডেন মার্করাম, কেশব মহারাজ, আন্দিলে ফেহলুকওয়ায়ো, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি |