দরজায় কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা – নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের। সবার আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
সেই তালিকায় দ্বিতীয় দল ইংল্যান্ড।তবে তার কিছুক্ষণ পরেই দুঃসংবাদ পেয়েছে দলটি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের কারণে এই গ্রীষ্মে আর খেলতে পারবেন না ইংলিশদের অন্যতম ব্যাটিং স্তম্ভ জনি বেয়ারস্টো। তবে ইংলিশদের বিশ্বকাপ দলে নাম আছে তার।
ইংল্যান্ড বর্তমানে যে ব্রান্ডের ক্রিকেট খেলে তাতে অন্যতম ভরসার নাম বেয়ারস্টো। ইনজুরির কারনে তাকে হারানো তাই ইংলিশদের জন্য বড় ধরনের ধাক্কাই। দলটির সফলতার অনেকটাই যে নির্ভর করে এই তারকা ক্রিকেটারের ওপর।
শুক্রবার লিডসে গলফ খেলতে যান বেয়ারস্টো। সেখানেই পায়ে চোট পান ইংলিশদের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার। আর তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। তার জায়গায় খেলবেন ব্যাটসম্যান বেন ডাকেট। এদিকে বিশ্বকাপ দলে বেয়ারস্টোর বদলি খেলোয়াড়ের নাম এখনো জানায়নি ইসিবি।
এদিকে বিশ্বকাপের দল ঘোষণার দিন আসন্ন পাকিস্তান সফরের জন্যও দল ঘোষণা করেছে ইসিবি। দুটি দলেই অধিনায়ক হিসেবে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তার ডেপুটি হিসেবে আছেন মঈন আলি। তবে সেটা কেবল পাকিস্তান সফরেই। বিশ্বকাপের জন্য সহ–অধিনায়কের নাম ঘোষণা করেনি ইংলিশরা। উল্লেখ্য ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়ার ৭ টি শহরে সব বিশ্বকাপের সব ম্যাচ। এবারের বিশ্বকাপে অংশগ্রহন করা দলগুলো মোট ৪৫ টি ম্যাচ খেলবে।