নতুনভাবে পুনর্গঠনের পর আবারো নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ইংলিশদের সাদা পোষাকের ক্রিকেটকে। দলের দায়িত্ব নিয়েই ইংলিশদের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন, তিনি দলের বাদ পড়া দুই সিনিয়র ক্রিকেটারকে (অ্যান্ডারসন ও ব্রড) দলে ফেরাতে চান। তাদের ফিরিয়েছেন এবং সফলতার মুখও দেখেছে ইংল্যান্ড।
কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের মূলে এই দুইজন রেখেছেন অসামান্য অবদান। স্টোকসের পাশাপাশি দলটি কোচ ব্রেন্ডন ম্যাককালামও চাচ্ছিলেন সাদা বলের কয়েকজন স্পেশালিষ্টের সাথে আলোচনায় বসতে।সেই ধারাবাহিকতায় দিন কয়েক পূর্বেই ইংলিশ অলরাউন্ডার মইন আলীর সাথে কথা বলেন ম্যাককালাম । মইনও তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন।
এবার ম্যাককালামের আহবানে ইতিবাচক সাড়া দিয়েছেন আরেক অলরাউন্ডার আদিল রশিদও। সাড়ে তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা আদিল, ম্যাককালামকে জানিয়েছেন লাল বলের ক্রিকেটে ফেরার দরজা তিনি বন্ধ করেন নি। ডেইলি মেইলকে আদিল বলেন, ‘ব্রেন্ডন আমার সঙ্গে যোগাযোগ করেছেন। একটি বার্তা দিয়ে জানতে চেয়েছেন কেমন যাচ্ছে সবকিছু। টেস্ট ক্রিকেটের দরজা আমি বন্ধ করিনি। অবসর কিংবা এমন কিছুও নেইনি। এখনও আছি। টেস্ট ক্রিকেট খেলা সবার স্বপ্ন এবং আমিও তাদের থেকে আলাদা নই।’
২০১৯ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছেন আদিল। এরপর এবার নতুন অধিনায়ক ও কোচে নতুন যোগের হাওয়া লেগেছে ইংলিশ ক্রিকেটে। আদিলও তাই টেস্ট ক্রিকেটে ফিরতে বেশ উচ্ছ্বাসিত। তিনি বলেন, ‘যখন নতুন কিছু হয়, তখন সেটা সবসময় উত্তেজনাকর। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস দুজনেই ইতিবাচক এবং আগ্রাসী। এটাই আমাকে চালিত করছে এবং বিষয়টি রোমাঞ্চকর।’