BJ Sports – Cricket Prediction, Live Score

ইংল্যান্ডের ‘ চ্যাম্পিয়ন ‘ মানসিকতার  নেপথ্যের কারিগর মরগান

Morgan is the mastermind behind England's 'champion' mentality

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নও  ইংলিশরা। আর ইংল্যান্ডই একমাত্র দল যারা একসঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ইংলিশদের এই সাফল্যের পেছেনে রয়েছে তাদের মানসিকতার পরিবর্তন। এই পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান। এমনটাই জানালেন মঈন আলী। 

সাক্ষাৎকারে মঈন আলী বলেন, ” এই ব্যাপারটি নিয়ে অনেক আগে বলেছি। আমার মনে হয় এখন আমরা অনেক ভালো দল। মরগান আমাদের মানসিকতা বদলাতে দুর্দান্ত কাজ করেছে। এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। “

নিজেদের বোলিং এবং ব্যাটিং ভারসাম্যের প্রশংসা করে মঈন আলী বলেন, ” এখন আমরা ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি, ভিন্ন ভিন্ন দলের সঙ্গেও। ভিন্ন ভিন্ন বোলার ব্যবহার করছি ডেথ ওভারে।  ব্যাটিং অর্ডারেও এখন স্বাচ্ছন্দ্য রয়েছে। দল আরও ভালো হতে চলছে। “

ইংল্যান্ড যেভাবে শিরোপা জিততে শুরু করেছে তাতে এরপর সবাই ইংল্যান্ডকেই অনুসরণ করা শুরু করবে বলেও মনে করেন মঈন। অস্ট্রেলিয়াকে উদাহরণ হিসেবে টেনে মঈন বলেন, ” অস্ট্রেলিয়ার কথাই ধরুন। একটি দল যখন জিততে থাকে, তারা সব ট্রফি জিতে । সবাই তাদের অনুসরণ করতে চায়। এখন ইংল্যান্ড ৫০ ওভারের ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তাই সবাই এখন চাইবে আমাদের অনুসরণ করতে। “

ইংল্যান্ডের ওয়ানডে  দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন  মরগান। ক্রিকেট  ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার খ্যাতি অর্জন করেন তিনি। ইংল্যান্ডের আগে মরগান আয়ারল্যান্ডের হয়ে খেলতেন।

Exit mobile version