অনেক ক্রিকেটারেই ক্রিকেটে সময় দিতে গিয়ে পড়াশোনাটা আর সেভাবে করতে পারেননা। তাই ইংরেজি ভাষা সমগ্র বিশ্বে প্রচলিত থাকলেও তারা মাতৃভাষায়ই মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ব্যতিক্রম নন পাক তরুণ পেসার নাসিম শাহও। পাকিস্তানে জন্মগ্রহণ করায় ইংরেজি ভাষায় মনের ভাব প্রকাশ করাটা একটু কঠিনই বটে তার জন্য। এবার ইংরেজ সাংবাদিকের করা ইংরেজি প্রশ্নের মজার জবাব দিলেন এই পাক পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনের মুখোমুখি হন নাসিম। সেখানে তাকে হিন্দি ভাষাতেই প্রশ্ন করা হয়। কিন্তু হঠাৎ এক ইংরেজ সাংবাদিক তার দিকে পর পর ইংরেজি ভাষায় প্রশ্ন ছুঁড়ে দেন। যার উত্তর কিছুটা মজার ছলেই দেন নাসিম।
ওই ইংরেজ সাংবাদিক নাসিমের কাছে জানতে চান, নাসিমের মত গতি যদিও অ্যান্ডারসনের নেই, কিন্তু তার অন্য দক্ষতা আছে। এ বিষয়ে নাসিম কি বলবেন? এমন প্রশ্নের উত্তরে নাসিম তাকে ভাই সম্বোধন করে মজা করেই বলেন যে তার ইংরেজি জ্ঞান মাত্র ৩০ শতাংশ। আর এখন সেটাও শেষ হয়ে গিয়েছে।
নাসিমের এমন উত্তরে উপস্থিত সকলেই হেসে ওঠেন। হাসতে দেখা যায় নাসিমকেও। নাসিম আসলে বোঝাতে চেয়েছেন, তার ইংরেজিতে দক্ষতা এতটা বেশি নয়। তাই তার পক্ষে ইংরেজিতে বেশি সময় কথা বলা কঠিন।
তার আগে সেই ইংরেজ সাংবাদিক নাসিমের কাছে জানতে চান ৪০ বছর বয়সী অ্যান্ডারসনের সম্পর্কে নাসিম কী বলবেন? তখন অবশ্য নাসিম ইংরেজিতেই উত্তর দেন। তিনি বলেন, ৪০ বছর বয়সেও খেলে যাওয়া কৃতিত্বের ব্যাপার। নিজেকে উদাহরণ হিসেবে ধরেও তিনি কঠিন কাজটা করে যাচ্ছেন। অ্যান্ডারসনকে কিংবদন্তি উল্লেখ করে নাসিম বলেন খেলাটার জন্য উনি প্রচুর পরিশ্রম করেছেন।
নাসিম অ্যান্ডারসনের কাছ থেকে পরামর্শ চাইবেন বলেও আশাবাদি । ৪০ বছর বয়সে এসেও দারুণ ফিট এবং সমান তালে খেলে যাওয়াটা কঠোর পরিশ্রম ছাড়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি।