BJ Sports – Cricket Prediction, Live Score

আসিফ – ফরিদকে কি শাস্তি দিল আইসিসি?

আসিফ - ফরিদকে কি শাস্তি দিল আইসিসি?

আসিফ - ফরিদকে কি শাস্তি দিল আইসিসি?

এবারের এশিয়া কাপে সুপার ফোরের পাকিস্তানআফগানিস্তান ম্যাচটি ছিল ঘটনাবহুল। উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় ম্যাচটি। আর এই উত্তেজনার বশেই মেজাজ হারিয়ে ফেলেন পাকিস্তানের আসিফ আলী এবং আফগান বোলার ফরিদ আহমেদ। আর ক্রিকেট বিধির নিয়ম ভাঙ্গায় দুই ক্রিকেটারকেই জরিমানা করেছে আইসিসি।

টানটান উত্তেজনার ম্যাচটির ১৯ তম ওভারের ঘটনা। বলে ১৬ রান করা আসিফ আলী পালিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন। তাকে আউট করে সাজঘরে ফেরান আফগান পেসার ফরিদ। আউট করার পর উত্তেজিত হয়ে আসিফের খুব কাছে গিয়েই কিছু একটা বলতে দেখা যায় তাকে। মেজাজ ধরে রাখতে না পেরে আসিফও সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন ফরিদকে। সহ্য করতে না পেরে ফরিদ আবার কিছু একটা বললে ব্যাট উঁচিয়ে মারতে যান পাকিস্তানি ব্যাটার আসিফ।

এই ঘটনার পর আইসিসি জরিমানা করেছে আসিফ ফরিদকে। আইসিসি এক বিবৃতিতে জানায় আসিফ আচরনবিধির . ধারা লংঘন করেছেন এবং ফরিদ ..১২ ধারা লংঘন করেছেন। 

শাস্তি হিসেবে দুই ক্রিকেটারের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেয়া হয়। একেই সাথে দুই জনের আচরনবিধিতে টি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়।দুইজনেই শাস্তি মেনে নিয়েছেন। 

উল্লেখ্য, মাঠের মধ্যে ফরিদআসিফের লড়াইয়ের পাশাপাশি ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের মধ্যেও দেখা যায় লড়াই। আফগানিস্তান হেরে যাওয়ায় পাকিস্তানের সমর্থকদের উপর হামলা চালাতে দেখা যায় আফগান সমর্থকদের। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল৷ সেখানে মুখোমুখি হবে পাকিস্তানআফগানিস্তান।

Exit mobile version