বেজে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা । বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে ভবিষ্যৎবানী । সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররাও বাদ
যায়নি এই ব্যাপারে। এবার বিশ্বকাপ নিয়ে বাজি ধরলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরাম। শুধু পাকিস্তান নয়, ভারত এবং অস্ট্রেলিয়াকে নিয়েও বাজি ধরলেন এই প্রাক্তন পাক অধিনায়ক।
ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেকোন একটি দলকে ফেভারিট মানতে নারাজ আকরাম। সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আকরাম বলেন,”আমার মনে হয় এ বার ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। এদের মধ্যে কোনও একটা দলকে ফেভারিট বলতে পারছি না। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কালো ঘোড়া হতে পারে।”
খেলার মাঠে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। তবে এবার বেশ ফর্মে রয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানের রেকর্ড ভেঙে এক বছরে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড করেছে ভারত। তাই আকরাম মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছন্দে থাকবে রোহিত শর্মার দল।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম এই আসরের আয়োজকও অস্ট্রেলিয়া। আর কে না জানে ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকে অজিরা। আকরাম তাই মনে করেন আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে ফিঞ্চদের।
১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ৮ম আসরের ফাইনাল হবে ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার ৭ টি শহরে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই মেগা আসর। মোট ম্যাচ হবে ৪৫ টি। ১৩ নভেম্বর উত্তর মিলবে আকরামের বিশ্বকাপের ভবিষ্যৎবানী ঠিক হয় কিনা।