BJ Sports – Cricket Prediction, Live Score

আসন্ন পিএসএল সংস্করণে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে মাঠে নামবে লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন সিজনে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। গত দুই আসরে লাহোরের অধিনায়ক ছিলেন সোহেল আখতার। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ২১ বছর বয়সী শাহিন। 

সিনিয়র ক্রিকেটে এবারই প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে চলেছেন এ বাঁহাতি পেসার। আর আগে সবশেষ ২০১৬ সালে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেড ট্রাইবাল এরিয়াস অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।

এ তরুণ পেসারকে অধিনায়কত্ব দেওয়ার খবর জানিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক ও ম্যানেজার সামিন রানা। তিনি গণমাধ্যমকে বলেন, শাহিন তাদের সম্পদ এবং সে দলের ভালো-খারাপ যে কোন সময়ে সর্বদা তাদের পাশে ছিল।

তিনি আরও বলেন যে, ২০১৮ সালে ১৮ বছরের এই তরুণের লাহোর কালান্দার্সে প্রথমবারের মতো যোগদান করার ঘটনাটি তাঁর এখনও মনে আছে। এরপর থেকে শাহিন নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে উন্নীত করেছে। নিজের পাশাপাশি সে লাহোর কালান্দার্সকেও এগিয়ে নিয়ে গেছে। তাই রানা এখন মনে করেন শাহিনকে নেতৃত্বদানের সুযোগ দেওয়ার সেরা সময়।

অপরদিকে লাহোর কালান্দার্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফ্রিদি বলেন, তিনি অধিনায়কের ভূমিকা গ্রহণ করতে পেরে খুবই খুশি এবং সম্মানিত বোধ করছেন। সে অধিনায়ক হিসেবে তাঁর সেরাটা দিতে পারবে বলে আশাবাদী। তাছাড়া এটি একটি বড় দায়িত্ব এবং সে খুশি যে তার দল তাঁকে এই নেতৃত্বের ভার দিতে ভরসা করেছে।

গত দুই বছরে শাহিন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন। পাকিস্তানের হয়ে এরই মধ্যে ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি খেলে মোট ১৮৪ উইকেট শিকার করেছেন তিনি। পিএসএল এর ২০১৮ সালের আসর থেকে লাহোরের হয়ে খেলছেন তিনি। এই দলের হয়ে ৩৭ ম্যাচে রেকর্ড ৫০ উইকেট শিকার করেছেন শাহিন।

আরও উত্তেজনাপূর্ণ ক্রিকেট আপডেটের জন্য, Baji তে চোখ রাখুন!

Exit mobile version