আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর জন্য ভারসাম্যপূর্ণ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ হাফিজ জায়গা পেলেও বাদ পড়েছেন দুই সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ।
বাবর আজমের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ তারকা আসিফ আলি ও খুশদিল শাহ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স করার সুবাদে বিশ্বকাপ দলে ডাক পেলেন তারা। অনুমিতভাবেই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু তাঁর ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে দেশটির কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খানের ছেলে আজম খানকে।
বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে তার। এখনও পর্যন্ত খেলেছেন মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই তিন ম্যাচের অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপ দলে ডাক পেয়ে গেছেন তিনি।
সম্ভাবনা থাকলেও বিশ্বকাপ দলে জায়গা পাননি শারজিল খান, ফখর জামান ও অল-রাউন্ডার ফাহিম আশরাফ । তবে উসমান কাদির ও শাহনেওয়াজ দাহানির সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আমিরাতে যাবেন বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান ফখর
তবে পাকিস্তানের ঘোষিত ১৫ সদ্যসের এই দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর পূর্বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যেখানে পাঁচ ব্যাটসম্যান, দুই উইকেটরক্ষক, চার অলরাউন্ডার ও চার পেসারকে রাখা হয়েছে। এছাড়া রিজার্ভ হিসেবে থাকবে আরও তিনজন।
আগামী ২৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), আজম খান (উইকেট রক্ষক), মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, খুশদিল শাহ, হারিস রউফ, শোয়েব মাকসুদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হাসান আলী
রিজার্ভ: ফখর জামান, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির
আসছে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এর সকল আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!