BJ Sports – Cricket Prediction, Live Score

আসন্ন অ্যাশেজের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরছেন ইংলিশ তারকা বেন স্টোকস

ইনজুরি ও মানসিক অবসাদের কারণে সাময়িক বিরতিতে থাকা ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অল-রাউন্ডার বেন স্টোকস প্রায় সাড়ে চার মাস পর ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টোকসকে অ্যাশেজ সিরিজের জন্য দলে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত জুলাইয়ে দ্য হানড্রেড টুর্নামেন্টে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন স্টোকস। এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন তিনি।

এর আগে গত এপ্রিলে আইপিএল খেলার সময় আঙুলের চোটে পড়েছিলেন স্টোকস। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় ক্রিস গেইলের একটি ক্যাচ নেয়ার সময় বাঁ-হাতের তর্জনী ভেঙে গিয়েছিল তার। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হলেও, সেই দফায় ব্যথা না কমায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয় স্টোকসকে।

আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠা আর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতেই এ বিরতি নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও নেই তিনি। আগেই ঘোষিত অ্যাশেজের দলেও ছিলেন না। তখন ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড জানিয়েছিলেন, স্টোকসের ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে দ্বিতীয় অস্ত্রোপচার শেষে সম্প্রতি ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন তিনি।

মাঠে ফেরার ব্যাপারে স্টোকস বলেন- মানসিক সুস্থতার জন্য তাঁর এই বিরতিটি দরকার ছিল। পাশাপাশি তিনি তাঁর আঙ্গুল ঠিক হওয়ার অপেক্ষায় ছিলেন। তিনি তাঁর সঙ্গীদের দেখার জন্য এবং তাদের সঙ্গে মাঠে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছেন। এবং এখন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন।

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে স্টোকসের থাকার খবরটি নিশ্চিত করে ইসিবি’র পরিচালক অ্যাশলে জাইলস বলেছেন- বেনের (স্টোকস) আঙুলের সফল অস্ত্রোপচারের পর তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। আমাদের মেডিক্যাল স্টাফ এবং দলের ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। বেন তাঁকে বলেছে, সে ক্রিকেটে ফিরতে এবং অ্যাশেজে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।

অ্যাশেজকে সামনে রাখে আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়া পৌঁছাবে ইংল্যান্ড। তবে ৮ই ডিসেম্বর গ্যাবায় প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে এই দুই দল।

২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ড দল

জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রাওলি, ররি বার্নস, হাসিব হামিদ, জ্যাক লিচ, ডেভিড মালান, ড্যানিয়েল লরেন্স, ক্রেগ ওভারটন, ওলি রবিনসন, বেন স্টোকস, ওলি পপ, ক্রিস ওকস, এবং মার্ক উড।

 

ক্রিকেটের আরও সর্বশেষ খবর জানতে, Baji -তে চোখ রাখুন! 

Exit mobile version