৪ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় ভারত। ম্যাচটিতে পাকিস্তানের আসিফ আলীর ক্যাচ মিস করেন ভারতীয় পেসার আর্শদীপ। যার মাশুল দিতে হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা আর ট্রোলিংয়ের স্বীকার হয়ে। শুধু তাই নয়, বিকৃত করা হয়েছে তার উইকিপিডিয়ার তথ্যও।
ভারতীয় এই ক্রিকেটারের তথ্য পরিবর্তন করে তাকে ‘খালিস্তানি‘ও বানিয়ে দেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে বিছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলনের সঙ্গে। ঘটনার সূত্রপাত হয়েছে পাক–ভারত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আসিফ আলীর ক্যাচ মিচ করার পর।
তবে এই ঘটনার পর বসে নেই ভারত সরকারও। আইটি মন্ত্রণালয়ের তরফে তলব করা হয়েছে উইকিপিডিয়ার ভারতীয় প্রতিনিধিদের। এত কম সময়ের জন্য তথ্য পরিবর্তন করা নিয়ে ঠিকঠাক ব্যাখ্যা দিতে না পারলে কারণ দর্শানো নোটিশও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
আইটি বিশ্লেষকদের মতে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ঘটনায়। ভারত সরকার উইকিপিডিয়া প্রতিনিধিদের কাছে জানতে চাইতে পারে , এত অল্প সময়ের জন্য কিভাবে তথ্য বদল করার অনুমতি দেওয়া হয়?”
অবশ্য এই পেসারের সমালোচনার পাশাপাশি অনেকে তার পাশেও দাড়িয়েছেন। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার হাফিজ সবাইকে এই দুঃসময়ে তার পাশে দাড়ানোর আহব্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ২০১৯–২০২০ রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আর্শদীপ সিংয়ের। এরপর আইপিএলে ভালো খেলে দৃষ্টি কাড়েন নির্বাচকদের। পরে এবারের এশিয়া কাপে ডাক পান তিনি। ধারণা করা হচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম বাজির ঘোড়া হতে পারেন এই পেসার।