BJ Sports – Cricket Prediction, Live Score

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মাশরাফির পাগলাটে উদযাপন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মাশরাফির পাগলাটে উদযাপন

আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে ১৯৮৬ সালে, দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এখন ২০২২ সাল, সময়ের হিসাবে ৩৬ বছর। দীর্ঘ এই সময়ে অনেকের জন্ম হয়েছে। তারা আর আর্জেন্টিনাকে বিশ্বজয় করতে দেখেনি। তারমধ্যে মাশরাফি বিন মুর্তজা একজন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের অপেক্ষাটা ৩৬ নয়, কেবল ২৮ বছরের।

অবশ্য ম্যারাডোনা যখন বিশ্বকাপ জয় করেন, তখন মাশরাফির বয়স মাত্র ৩ বছর। যে কারণে সেই জয়টি দেখার কথা না তার। তবে ফুটবল বোঝার পর থেকেই ম্যারাডোনার গল্প শুনে বড় হয়েছেন। প্রেমে পড়েছেন। সেই আলবিসেলেস্তে প্রেম থেকে এখনকার লিওনেল মেসিতে বুদ হয়ে যাওয়া মাশরাফির । দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মাশরাফিকে শিরোপা জয়ের আনন্দ এনে দিয়েছেন মেসিরা।

বিশ্বকাপ জয়টি একটু অন্যভাবে উদযাপন করলেন এই ক্রিকেট তারকা। কাতারের লুসাইলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর মাথায় সাদা কাপড় বেঁধে ঢোল হাতে নিয়ে বেরিয়ে পড়েন মাশরাফি। নিজে ঢোল বাজালেন, তার সঙ্গে থাকা অন্যান্যরা ” মেসি মেসি ” বলে স্লোগান তুললেন। তবে সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে ফুটবল উদযাপনে দেখা গেল, একঝাঁক শিশুকে।

বিশ্বকাপ জয়ে প্রিয় দলকে শুভেচ্ছা জানাতেও ভুল করেননি মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ” আমি ফুটবল বুঝার পর থেকে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান হলো। শেষমেশ বিশ্বকাপ জয়ের উদযাপনটা বাচ্চাদের সাথে করতে পারলাম। আর্জেন্টিনাকে অভিনন্দন। ইনশাআল্লাহ, একদিন বাংলাদেশের জন্যও এমন উদযাপন করতে চাই। যদি বেঁচে থাকি। “

অবশ্য নিজের দেশকে নিয়ে যে স্বপ্ন মাশরাফি দেখলেন, তা পূরণ হওয়াটা অনেক সাধনার ব্যাপার। তবে আপাত দৃষ্টিতে ফুটবলে না হলেও, বিশ্বজয়ের সম্ভাবনাটা আছে বাংলাদেশ ক্রিকেট দলের। ২০২৩ সালেই ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে সেই আসরে তামিম ইকবালের নেতৃত্বে লড়বে লাল – সবুজের প্রতিনিধিরা। কে জানে, টাইগাররাও হয়তো একদিন বিশ্বজয় করে ফেলতে পারে!

Exit mobile version