Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৩ এপ্রিল: আইপিএল ২০২২ – ম্যাচ ৩৬ (আরসিবি বনাম এসআরএইচ)

IPL 2022 Highlights RCB vs SRH ft

IPL 2022 Highlights আরসিবি বনাম এসআরএইচ

আরসিবি বনাম এসআরএইচ এর ম্যাচ হাইলাইটস

শনিবার আইপিএল ২০২২ এ ডাবল-হেডারের ২য় ম্যাচে মুম্বাইয়ের ব্রেবোর্ন – সিসিআই স্টেডিয়ামে বোলারদের অনবদ্য বোলিং পারফর্মেন্সের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ৭২ বল হাতে রেখে ৯ উইকেটের এক বিশাল জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ)। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে টানা ৫ম জয়ের দেখা পেল এসআরএইচ।

টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদ এর অধিনায়ক কেন উইলিয়ামসন বোলিং এর সিধান্ত নেন এবং আরসিবি’কে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে শুরুতেই মার্কো ইয়ানসেনের তোপে পড়ে আরসিবি। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে তিনি রানের মধ্যে শীর্ষ ব্যাটারফাফ ডু প্লেসিস (), অনুজ রাওয়াত () এবং বিরাট কোহলিকে () সাজঘরে ফেরান।

বিরাট কোহলির ক্যারিয়ারে রীতিমত দুঃসময় কাটছে। আইপিএল এ এবারের আসরে এখন পর্যন্ত ফিফটির দেখা পাননি ভারতীয় এই ব্যাটিং সেনসেশন। সেই সাথে টানা দুই ম্যাচে পেলেন গোল্ডেন ডাকের দেখা ( বলে )

কোহলির ব্যর্থতার প্রভাব যেন পড়েছে পুরো দলের ওপরই। তাইত, এসআরএইচ এর বোলারদের বোলিং তোপে ১৬. ওভারে ৬৮ রানেই গুটিয়ে যায় আরসিবি।

শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আরসিবি। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল (১১ বলে ১২) এবং সুয়েশ প্রভুদেশাই (২০ বলে ১৫) দলের হাল ধরার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত এসআরএইচ এর আগ্রাসী বোলিং আক্রমণে তা আর করতে পারেননি। তারা দুজন ছাড়া আরসিবি’র আর কোনো ব্যাটার দুই অংকের স্কোরের দেখা পাননি।

এসআরএইচ এর পক্ষে মার্কো ইয়ানসেন ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে উইকেট তুলে নেন আর এক পেসার টি নটরাজন। এছাড়া জগদীশ সুচিথ ২টি এবং ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক ১টি করে উইকেট নেন।

৬৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৮ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় এসআরএইচ। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে এসআরএইচকে জয় পেতে একদমই কষ্ট করতে হয়নি।

দলের জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে হার্শাল প্যাটেলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন ব্যাটে ঝড় তোলা অভিষেক। ৮ চার ও ১ ছক্কায়, ২৮ বলে তিনি ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরেন। উইলিয়ামসন ১৬ এবং রাহুল ত্রিপাঠি ৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

সাত ম্যাচে পাঁচ জয় ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে, আট ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয় নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন স্ট্যান্ডিংয়ের ৪র্থ স্থানে অবস্থান করছে।


আরসিবি বনাম এসআরএইচ এর স্কোরবোর্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ৬৮/১০ (১৬.১)

সানরাইজার্স হায়দরাবাদ – ৭২/১ (৮.০)

ফলাফল – সানরাইজার্স হায়দরাবাদ ৯ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মার্কো ইয়ানসেন


IPL 2022 Highlights আরসিবি বনাম এসআরএইচ 2


আরসিবি বনাম এসআরএইচ এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা এসআরএইচ
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ টি নটরাজন এসআরএইচ
লেট’স ক্র্যাক ইট সিক্স অভিষেক শর্মা এসআরএইচ
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ উমরান মালিক এসআরএইচ
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ টি নটরাজন এসআরএইচ
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ মার্কো ইয়ানসেন এসআরএইচ
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা এসআরএইচ
ম্যান অফ দ্য ম্যাচ মার্কো ইয়ানসেন এসআরএইচ

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...