আরআর বনাম সিএসকে এর ম্যাচ হাইলাইটস
শুক্রবার আইপিএল ২০২২ এর ৬৮তম ম্যাচে মুম্বাইয়ের ব্রেবোর্ন – সিসিআই স্টেডিয়ামে রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ড নৈপুণ্যে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ২ বল হাতে রেখে ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস (আরআর)। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে আরআর।
টসে জিতে সিএসকে এর অধিনায়ক এমএস ধোনি ব্যাটিং করার সিধান্ত নেন এবং আরআর’কে বোলিং করতে পাঠান। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল সিএসকে এর। শুরুতেই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (২) সাজঘরে ফিরে গেলেও পাওয়ার প্লে’র ৬ ওভারে আর কোন উইকেট না হারিয়ে ৭৫ রানের বড় স্কোর তুলে নেয় সিএসকে।
২য় উইকেটে ডেভন কনওয়ে এবং মঈন আলী ৩৯ বলে ৮৩ রানের জুটি গড়ে তোলেন। যেখানে কনওয়ে’র অবদান মাত্র ১৬ রান। কিন্তু মঈন আরআর এর বোলারদের ওপর এক কথায় ঝড় বইয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি।
ডেভন কনওয়ের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে সিএসকে। নারায়ন জগদিশান ১ রান এবং আম্বাতি রাইডু ৩ রান করে সাজঘরে ফিরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এবং আরআর এর বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর সিএসকে এর রানের গতি মন্থর হয়ে পড়ে।
৫ম উইকেটে অধিনায়ক ধোনি’র সাথে ৫২ বলে ৫১ রানের জুটি গড়েন মঈন। যেখানে ধোনি ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ২৮ বলে ২৬ রান করেন। শেষ ওভারে এসে আউট হন মঈন আলী। ৫৭ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। ১৩টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন এই ইংলিশ অল-রাউন্ডার।
মঈন আলীর এমন ঝড়ো ইনিংস সত্ত্বেও সিএসকে এর ইনিংসটা খুব বেশি বড় হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে সমর্থ হয় সিএসকে।
আরআর এর হয়ে ওবেদ ম্যাককয় এবং যুজবেন্দ্র চাহাল সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও টেন্ট বোল্ট ১টি করে উইকেট তুলে নেন। এই ম্যাচে ২ উইকেট তুলে নিয়ে মোট ২৬ উইকেট শিকার করে আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে উঠে আসেন চাহাল।
১৫১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরআর। দলের দুর্দান্ত শুরুটা এনে দেন যশস্বী জসওয়াল এবং শেষটা করেন রবিচন্দ্রন অশ্বিন। টানা তিন ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়ে এই ম্যাচেও ২ রান করে সাজঘরে ফিরেন আসরের সর্বোচ্চ রান শিকারী জস বাটলার।
তবে আর এক ওপেনার যশস্বী জসওয়াল ৮ চার ও ১ ছক্কায়, ৪৪ বলে ৫৯ রানের কার্যকারী একটি ইনিংস খেলেন। তার আগে অধিনায়ক সঞ্জু স্যামসন (১৫) এবং দেবদূত পাড়িক্কাল (৩) প্যাভিলিয়নে ফিরেন। তবে শেষে ব্যাট হাতে অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ২ চার ও ৩ ছক্কায়, ২৩ বলে অপরাজিত ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
সিএসকে এর হয়ে প্রশান্ত সোলাঙ্কি সর্বাধিক ২টি উইকেট তুলে নেন। এছাড়া মিচেল স্যান্টনার, মঈন আলী এবং সিমারজিৎ সিং ১টি করে উইকেট শিকার করেন।
চলতি আসরে এ পর্যন্ত ১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট ও নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। সেই সাথে আগামী ২৪ মে কোয়ালিফায়ার ১ এ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় গুজরাট টাইটানস এর মুখোমুখি হবে তাঁরা। অপরদিকে ১৪ ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম দল হিসেবে এবারের আইপিএল জার্নি শেষ করলো চেন্নাই সুপার কিংস।
আরআর বনাম সিএসকে এর স্কোরবোর্ড
চেন্নাই সুপার কিংস – ১৫০/৬ (২০.০)
রাজস্থান রয়্যালস – ১৫১/৫ (১৯.৪)
ফলাফল – রাজস্থান রয়্যালস ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – রবিচন্দ্রন অশ্বিন
আরআর বনাম সিএসকে এর ম্যাচের এওয়ার্ড
এওয়ার্ড এর নাম | খেলোয়াড়ের নাম | দল |
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ | রবিচন্দ্রন অশ্বিন | আরআর |
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ | মঈন আলী | সিএসকে |
লেট’স ক্র্যাক ইট সিক্স | রবিচন্দ্রন অশ্বিন | আরআর |
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ | সিমারজিৎ সিং | সিএসকে |
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ | যশস্বী জসওয়াল | আরআর |
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ | মঈন আলী | সিএসকে |
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ | মঈন আলী | সিএসকে |
ম্যান অফ দ্য ম্যাচ | রবিচন্দ্রন অশ্বিন | আরআর |