BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৭ মে: আইপিএল ২০২২ – কোয়ালিফায়ার ২ (আরআর বনাম আরসিবি)

আরআর বনাম আরসিবি

আরআর বনাম আরসিবি

আরআর বনাম আরসিবি এর ম্যাচ হাইলাইটস

শুক্রবার আইপিএল ২০২২ এর কোয়ালিফায়ার ২ এ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জস বাটলার এর দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের অসাধারণ এক জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস (আরআর)। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিষ্ট হিসেবে ফাইনালে উঠে গেল আরআর।

টসে জিতে আরআর এর অধিনায়ক সঞ্জু স্যামসন ফিল্ডিং করার সিধান্ত নেন এবং আরসিবি’কে ব্যাটিং করতে পাঠান। এলিমিনেটর ম্যাচে ২০৭ রানের বিশাল স্কোর তুলে নিলেও এই ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় আরসিবি। ইনিংসের ২য় ওভারে বিরাট কোহলি ৭ রান করে সাজঘরে ফিরেন। যার ফলে পাওয়ার প্লে’র ৬ ওভারে আর কোন উইকেট না হারালেও ৪৬ রানের বেশি তুলতে পারেনি আরসিবি।

২য় উইকেটে অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং রজত পাতিদার মিলে ৭০ রানের জুটি গড়ে তোলেন। দলীয় ৭৯ রানের মাথায় ২৭ বলে ২৫ রান করে আউট হয়ে যান ডু প্লেসি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো রজত পাতিদার এই ম্যাচেও অর্ধ-শতক পেয়েছেন। ৪ চার ও ৩ ছক্কায়, ৪২ বলে ৫৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরেন।

১৩ বলে ২৪ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া মহিপাল লমরর করেন ৮ রান, দিনেশ কার্তিক করেন ৬ রান, শাহবাজ আহমেদ ১২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত আরআর এর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সমর্থ হয় আরসিবি।

আরআর এর হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ এবং ওবেদ ম্যাককয় সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট তুলে নেন।

১৫৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে যশস্বী জসওয়ালকে নিয়ে ৫.১ ওভারেই ৬১ রানের জুটি গড়ে তোলেন বাটলার। ১৩ বলে ২১ রান করে কোহলির হাতে ক্যাচ দিয়ে জসওয়াল আউট হয়ে যান। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন বাটলার। ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন স্যামসন।

দেবদূত পাড়িক্কাল ১২ বলে ৯ রান করে আউট হয়ে যান। এরপর শিমরন হেটমায়ারকে নিয়ে জয়ের জন্য বাকি কাজটা সেরে ফেলেন বাটলার। ১৯তম ওভারের প্রথম বলে বিশাল এক ছক্কা মেরে রাজস্থানকে জয় এনে দেন ইংলিশ এই ব্যাটার। 

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জস বাটলার একাই করলেন ১০৬ রান। ৬০ বলে খেলা তার এই ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি এবং ৬টি বিশাল ছক্কায়। বাটলার যে এবারের আইপিএলে কী অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন, তা শুধু তার একটু পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। 

এ নিয়ে এবারের আইপিএলে একাই চারটি সেঞ্চুরি করেছেন তিনি। ১৬ ম্যাচে ৫৮.৮৫ গড়ে রান করেছেন ৮২৪। স্ট্রাইক রেট ১৫১.৪৭। ৪টি সেঞ্চুরির সঙ্গে ৪টি হাফ সেঞ্চুরি। নিঃসন্দেহে অরেঞ্জ টুপির (সর্বোচ্চ রান সংগ্রাহকের সম্মান) মালিক তিনি।

বাটলার এর এই অসাধারণ সেঞ্চুরির উপর ভর করেই ১১ বল হাতে রেখে আরসিবিকে ৭ উইকেটে হারিয়েছে আরআর। আরসিবি’র হয়ে জশ হ্যাজলউড ২টি এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি উইকেট তুলে নেন।

আগামীকাল এই একই ভেন্যুতে গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস আইপিএল ২০২২ এর ফাইনালে মুখোমুখি হবে।


আরআর বনাম আরসিবি এর স্কোরবোর্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৫৭/৮ (২০.০)

রাজস্থান রয়্যালস – ১৬১/৩ (১৮.১)

ফলাফল – রাজস্থান রয়্যালস ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জস বাটলার



আরআর বনাম আরসিবি এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ গ্লেন ম্যাক্সওয়েল আরসিবি
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ জস বাটলার আরআর
লেট’স ক্র্যাক ইট সিক্স জস বাটলার আরআর
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ প্রসিদ্ধ কৃষ্ণ আরসিবি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ জস বাটলার আরআর
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ জস বাটলার আরআর
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ জস বাটলার আরআর
ম্যান অফ দ্য ম্যাচ জস বাটলার আরআর
Exit mobile version