BJ Sports – Cricket Prediction, Live Score

আয়ারল্যান্ডে কোভিড-১৯ সংক্রমণের কারণে ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওডিআই স্থগিত করা হয়েছে

কোভিড-১৯ সংক্রমণে স্থগিত হলো আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের ২য় ওয়ানডে ম্যাচ। এর আগে গত মাসে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল আইরিশরা। এবার প্রাণঘাতী এ ভাইরাসের কারণে একাদশ গঠন করার মতো যথেষ্ট খেলোয়াড় না থাকায় স্থগিত করা হলো এই ম্যাচটি।

আয়ারল্যান্ড শিবিরে নতুন আরও তিনজনের শরীরে পাওয়া গেছে কোভিড-১৯ এর উপস্থিতি। এছাড়া ইনজুরির কারণে বাইরে আছেন দুজন খেলোয়াড় এবং কনকাশনের কারণে বিশ্রামে রাখা হয়েছে একজনকে। এমতাবস্থায় স্কোয়াড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ (মঙ্গলবার) হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেটি আপাতত স্থগিত করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড বোর্ডের দেওয়া যৌথ বিবৃতিতে মঙ্গলবারের ম্যাচটি স্থগিত করার কথা জানিয়ে বলা হয়েছে, সম্ভাব্য সকল পরিস্থিতি বিবেচনা করে সিরিজের সবগুলো ম্যাচই মাঠে গড়ানোর চেষ্টা করা হবে। যেখানে বাকি রয়েছে দুই ওয়ানডে ও এক টি-টোয়েন্টি ম্যাচ।

গণমাধ্যমের দ্বারা জানা গেছে সোমবার নতুন করে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি, উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার ও অন্তর্বর্তীকালীন কোচ ডেভিড রিপলি। আর ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন সিমি সিং ও বেন হোয়াইট।

এর বাইরে অ্যান্ডি ম্যাকব্রাইন ও পেসার মার্ক অ্যাডায়ারেরও রয়েছে চোটজনিত সমস্যা। তবে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন পল স্টারলিং ও শেন গেটকেট। আইরিশ শিবিরে খেলোয়াড়রা কোভিড-১৯ এ সংক্রমিত হলেও, সোমবার পর্যন্ত স্বাগতিক ক্যারিবীয় দলে কেউ পজিটিভ শনাক্ত হয়নি।

Exit mobile version