একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলে তারকা ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন ভরসার অন্য নাম। স্পিনিং অলরাউন্ডার ব্যাট হাতে ফিনিশিংটা যেমন ভালো দিতে পারতেন, তেমনি ফিল্ডিংয়েও ছিলেন বেশ নজরকাড়া। টিম বাংলাদেশের ফিনিশার হিসেবেও স্বীকৃতি পেয়ে যান নাসির। তবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি তার। কিন্তু এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে ফিরতে চান নাসির।
অবশ্য ঘরোয়া লিগে যেভাবে পারফরম্যান্স করছেন তাতে জাতীয় দলে ফেরার আশা তিনি করতেই পারেন।বেশকিছু দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে নামের প্রতি সুবিচার করে চলেছেন নাসির। দলের প্রয়োজনে কিংবা চাপের মুখে, ব্যাট হাতে পরিপক্ব নাসিরকেই দেখা যাচ্ছে। বল হাতেও জ্বলে উঠছেন তিনি। তারমধ্যে আবার লক্ষ্য করা যাচ্ছে, আগের সেই পারফরম্যান্সের ধারাবহিকতা এবং আত্মবিশ্বাসের ছাপ।
জাতীয় দলের ভাবনা নিয়ে গণমাধ্যমকে নাসির বলেন, ” এই চিন্তাটা (জাতীয় দলে খেলা) সবসময় থাকে। আমি মনে করি, এটি সবার জন্য উন্মুক্ত। ভালো করলে অবশ্যই সুযোগ আসবে। কারো আগে, আবার কারো পরে। আমি বিশ্বাস করি, ঘরোয়া টুর্নামেন্টে ভালো করতে পারলে আবারো জাতীয় দলের জার্সিতে সুযোগ পাবো। “
নাসিরকে নিয়ে সমর্থকদের চাওয়াটাও অবশ্য কম নয়। একসময় ভালো খেলার সুবাদে ‘মিস্টার ফিনিশার’ তকমাও পেয়ে যান এই অলরাউন্ডার। তাই তো, এখনো তাকে নিয়ে আশার ফানুশ উড়ায় ক্রিকেটপ্রেমীরা। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারও জানালেন, আবারো সমর্থকদের চাহিদা পূরণে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন তিনি।
জাতীয় দলে খেলার আক্ষেপ থাকলেও, দুশ্চিন্তা নেই বলে জানান নাসির। এদিকে মাস খানেক বাদেই (জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটা হতে পারে নাসিরের জন্য বড় মঞ্চ। এখানে ভালো করতে পারলেই জাতীয় দলের দরজা খুলতে পারে তার।নাসির পারবেন কি? নিজেকে প্রমানের জন্য মাঠের ২২ গজ তো আছেই।