BJ Sports – Cricket Prediction, Live Score

আবার ক্রিকেট খেলবেন, ভাবেননি ম্যাক্সওয়েল

আবার ক্রিকেট খেলবেন, ভাবেননি ম্যাক্সওয়েল

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে রাখার মতো হয়নি স্বাগতিক অস্ট্রেলিয়ার । গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় টিম অস্ট্রেলিয়া। এর  মাঝেই দুঃসংবাদ পান অস্ট্রেলিয়ার বিস্ফোরক অলরাউন্ডার  গ্লেন ম্যাক্সওয়েল। একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে, পায়ে গুরুতর চোট পেয়ে বসেন অজি তারকা। চোটের অবস্থা এতটাই গুরুতর হয় যে, প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। এরপর মাঠে ফেরার লড়াইয়ের জন্য  পুনর্বাসন প্রক্রিয়ায় চালিয়ে যান এই  অলরাউন্ডার।

এক অনুষ্ঠানে গিয়ে বন্ধুর সঙ্গে দৌঁড়াতে গিয়ে, পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল। এসময় বন্ধুর পায়ের সঙ্গে আটকে যায় তার পা। যদিও তার বন্ধুর তেমন কিছুই হয়নি। কিন্তু গুরুতর চোট পেয়ে বসেন ম্যাক্সওয়েল। পরবর্তীতে হাসপাতালে যেয়ে পরীক্ষা – নিরীক্ষা করে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, তার হাঁড়ে ফাটল ধরেছে। শেষ পর্যন্ত পায়ে অস্ত্রোপচারও করাতে হয় তাকে।

অবশ্য এই চোট থেকে এখন সুস্থ হওয়ার পথে ম্যাক্সওয়েল। ধীরে ধীরে খেলার মতো অবস্থায়ও এসেছেন তিনি। যদিও এখন পর্যন্ত মাঠে নামেননি অজি তারকা। তবে চলাফেরা করতে পারা ম্যাক্সওয়েলকে দেখা গেছে, চলমান বিগ ব্যাশের কমেন্টারি বক্সে। যেখানে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসের ম্যাচ চলাকালীন সময়ে নিজের চোট নিয়ে বিস্তারিত জানান তিনি।

মাইক্রোফোন হাতে চোটে পড়া  সময়ের প্রথম সপ্তাহের গল্প শোনান ম্যাক্সওয়েল। এ প্রসঙ্গে তিনি বলেন, ” চোটের পর যখন হাসপাতালে ছিলাম, তখনকার প্রথম এক সপ্তাহ বেশ কঠিন সময় কেটেছে। আমি ভেবে নিয়েছি, আর কখনো হয়তো ক্রিকেট খেলতে পারবো না। পায়ের দিকে তাকালেই সেই শঙ্কাটা আরো বেড়ে যেত। ঐ সময়ে আমার পা ভীষন  ফুলে ছিল, দেখতে  মনে হয়েছিলো বেলুনের মতো। “

শুধু হাসপাতালের কষ্ট নয়, ম্যাক্সওয়েল জানিয়েছেন বাড়ি ফেরার পরের কষ্টটাও। কারণ, বাড়িতে ফেরার পর তাকে শুধু একটি নির্দিষ্ট জায়গাতে বন্দি থাকতে হয়। বাড়ির মধ্যেই ঘোরাফেরা করতে হয় তাকে। অবশ্য  সেখানে ঠিকমতো নার্সিং সেবা এবং নিয়মিত ব্যথার ওষুধ না পাওয়াটাও ভুগিয়েছে ম্যাক্সওয়েলকে। সেই দুঃসময় কাটিয়ে অজি তারকা এখন, ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষায়। ম্যাক্সওয়েল ভক্তরাও নিশ্চয়ই চাইবে প্রিয় তারকাকে আবার স্বরুপে দেখতে।

Exit mobile version