BJ Sports – Cricket Prediction, Live Score

আফগান টি-20 দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন রশিদ খান

আাগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এবং ওমানে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর জন্য আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বের তারকা লেগস্পিনার রশিদ খানের নাম ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

পাশাপাশি দলের বাঁ হাতি ব্যাটসম্যান নাজিবুল্লা জারদানকে দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।

২০১৯ বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের অধিনায়কত্বের কাজ খুব চ্যালেঞ্জিং হয়ে দাড়িয়েছে। রশিদ খান আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিতে অস্বীকার করে বলেছিলেন যে, তিনি একজন অধিনায়কের চেয়ে খেলোয়াড় হিসেবে বেশি মূল্যবান।

অবশ্য এ দায়িত্ব নতুন কিছু নয় এ লেগস্পিনারের। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০১৯ এর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনে আফগানরা ১৬ ম্যাচ খেলে ৭টিতে জয়ী হয়েছিল। তবে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ার পর ডিসেম্বরে তাঁকে সরিয়ে আসগর আফগানকে অধিনায়কের পদে বসানো হয়।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর বোলার রশিদ খান। টেবিল টপার দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরিজ শামসি থেকে মাত্র ৩১ পয়েন্ট পেছনে তিনি। টি-টোয়েন্টি লিগগুলোতেও ভীষণ কদরও রশিদের। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার খেলার অভিজ্ঞতা আছে। সবকিছু বিবেচনায় ২২ বছর বয়সী এই লেগস্পিনারকেই অধিনায়কের গুরুদায়িত্ব বুঝিয়ে দিয়েছে এসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েটরা এবং যা টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রভাব ফেলতে চেষ্টা করবে।

 

বিশ্ব ক্রিকেটে আরও আকর্ষণীয় খবরের জন্য Baji -র সাথেই থাকুন!

Exit mobile version