আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই দলে অনভিষিক্ত ক্রিকেটার রয়েছেন ৪ জন।
টেস্ট ক্রিকেটে ভালো করার পাশাপাশি চলতি বিপিএলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। ডানহাতি পেসার এবাদত হোসেনকেও প্রথমবারের মতো নেওয়া হয়েছে দলে। এছাড়া অনভিষিক্ত হিসেবে আছেন নাসুম আহমেদ ও ইয়াসির আলি রাব্বি।
গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়েতে শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই সফরের জন্য ওডিআই স্কোয়াড ১৭ জন সদস্য নিয়ে গঠন করা হয়েছিল। এবার হোম সিরিজের জন্য ১৫ জনের একটি দল গঠন করা হয়েছে। শেষ দল থেকে ৭ জন খেলোয়াড় বাদ পড়েছেন, এবং তাদের জায়গায় মোট ৫ জন নতুন খেলোয়াড় নেওয়া হয়েছে।
জিম্বাবুয়ে সফরের সেই দল থেকে বাদ পড়া ৭ ক্রিকেটার হলেন নাইম শেখ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন। তাদের জায়গায় আসা ৫ জন হলেন নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়। এই পাঁচজনের মধ্যে ওয়ানডে অভিষেক হয়েছে একমাত্র নাজমুল হোসেন শান্তর। বাকি চার জন এখনো দেশের হয়ে একটি ওডিআই খেলাও খেলতে পারেনি।
অন্যদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গতকাল ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন উসমান গনি, নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি। দলে ফিরেছেন মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরান।
তবে টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন করা হয়েছে। আসগর আফগান (অবসরপ্রাপ্ত), গুলবাদিন নায়েব, মোহাম্মদ শাহজাদ, হাশমতুল্লাহ শাহিদি, হামিদ হাসান এবং নবীন-উল-হক গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। তাদের স্থলাভিষিক্ত হয়েছে দারবিশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, আফসার জাজাই, কায়েস আহমেদ এবং নিজাত মাসুদ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তরুণ খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্যে সিরিজটি করা হচ্ছে। গত শুক্রবার রাতে বাংলাদেশে পৌঁছানোর পর, এখন সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্পের জন্য সিলেটে অবস্থান করছে আফগানিস্তান দল।
ওয়ানডে দলের স্কোয়াড
বাংলাদেশ – তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী।
আফগানিস্তান – হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ফরিদ মালিক, ফজল হক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবী, ইব্রাহিম জাদরান, মুজিব উর রেহমান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, নাজিবউল্লাহ জাদরান, রিয়াজ হাসান, ইয়ামিন আহমেদজাই ও শহিদুল্লাহ কামাল।
আফগানিস্তান রিজার্ভ – সেলিম সাফি এবং কায়েস আহমেদ।
টি20 দলের স্কোয়াড
বাংলাদেশ – টিবিএ
আফগানিস্তান – মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), উসমান গনি, দারউইশ রাসুলি, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, আফসার জাজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, রশিদ খান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক ও নিজাত মাসুদ।
বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে এবং টি২০ ম্যাচের সময়সূচি:
১ম ওয়ানডে – ২৩ ফেব্রুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম), ১১:০০ (GMT +6)
২য় ওয়ানডে – ২৫ ফেব্রুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম), ১১:০০ (GMT +6)
৩য় ওয়ানডে – ২৮ ফেব্রুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম), ১১:০০ (GMT +6)
১ম টি20 – ০৩ মার্চ, শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (ঢাকা), ১৫:০০ (GMT +6)
২য় টি20 – ০৫ মার্চ, শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (ঢাকা), ১৫:০০ (GMT +6)