BJ Sports – Cricket Prediction, Live Score

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার মধুর প্রতিশোধ, রশিদ খানকে নিয়ে নেটিজেনদের ট্রল

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার মধুর প্রতিশোধ, রশিদ খানকে নিয়ে নেটিজেনদের ট্রল

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার মধুর প্রতিশোধ, রশিদ খানকে নিয়ে নেটিজেনদের ট্রল

এশিয়া কাপ শুরুর আগেই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা সংবাদ সম্মেলনে বলেছিলেন দেশের সংকটময় অবস্থায় দেশের সাধারন মানুষের জন্য এশিয়া কাপ জিততে চায় শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচেই হোচট খায় দলটি। আফগানিস্তানের কাছে উইকেটে হেরে যায় লংকানরা। তবে শেষ পর্যন্ত সুপার ফোরে পৌছে যায় তারা। এবার সুপার ফোরে যেয়েই আফগানদের কাছে হারার যেন সেই মধুর প্রতিশোধ নিল দলটি।  

প্রথম ব্যাট করতে নেমে নবীর দল তোলে ১৭৫ রান। ওপেনার গুরবাজের ব্যাটে এদিন মরুর বুকে ঝড় ওঠে। ছক্কা আর, চারে ৪৫ বলে ৮৪ রান করেন তিনি। আফগানদের দেয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌছে যায় উইকেট এবং বল হাতে রেখেই।শ্রীলঙ্কার ইনিংসে ১৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ওপেনার কুশল মেন্ডিস। তবে ম্যাচ হেরে গেলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফগানিস্তানের গুরবাজের হাতে। 

এদিকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচর পর নতুন করে আলোচনায় আফগান তারকা স্পিনার রশিদ খান। দল তো হেরেছেই সেই সাথে ম্যাচে বেদম মারও খেয়েছেন রশিদ। এরপর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। 

এশিয়া কাপ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন বোলিং ভান্ডারে নতুন অস্ত্র জমা করেছেন তিনি। তবে এদিন তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ওভারে উইকেট নিলেও রান দিয়েছেন ৩৯ টি। এর আগে আরব আমিরাতে রশিদের সবচেয়ে বাজে বোলিং ছিল ২০২১ সালে ভারতের বিপক্ষে। ওভার বল করে ৩৬ রান দিয়েও উইকেট শূন্য ছিলেন তিনি।

শ্রীলঙ্কার সাথে ম্যাচের পর অনেকেই ট্রল করে বলেছেন কোথায় গেল রশিদ খানের সেই নতুন বল? এসব ফাকা আওয়াজ নয়তো? দেখা যাক বাকি ম্যাচগুলোতে রশিদ খানে বোলিংয়ে এই ট্রোলের জবাব দিতে পারেন কিনা।

Exit mobile version