Skip to main content

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার মধুর প্রতিশোধ, রশিদ খানকে নিয়ে নেটিজেনদের ট্রল

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার মধুর প্রতিশোধ, রশিদ খানকে নিয়ে নেটিজেনদের ট্রল

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার মধুর প্রতিশোধ, রশিদ খানকে নিয়ে নেটিজেনদের ট্রল

এশিয়া কাপ শুরুর আগেই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা সংবাদ সম্মেলনে বলেছিলেন দেশের সংকটময় অবস্থায় দেশের সাধারন মানুষের জন্য এশিয়া কাপ জিততে চায় শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচেই হোচট খায় দলটি। আফগানিস্তানের কাছে উইকেটে হেরে যায় লংকানরা। তবে শেষ পর্যন্ত সুপার ফোরে পৌছে যায় তারা। এবার সুপার ফোরে যেয়েই আফগানদের কাছে হারার যেন সেই মধুর প্রতিশোধ নিল দলটি।  

প্রথম ব্যাট করতে নেমে নবীর দল তোলে ১৭৫ রান। ওপেনার গুরবাজের ব্যাটে এদিন মরুর বুকে ঝড় ওঠে। ছক্কা আর, চারে ৪৫ বলে ৮৪ রান করেন তিনি। আফগানদের দেয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌছে যায় উইকেট এবং বল হাতে রেখেই।শ্রীলঙ্কার ইনিংসে ১৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ওপেনার কুশল মেন্ডিস। তবে ম্যাচ হেরে গেলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফগানিস্তানের গুরবাজের হাতে। 

এদিকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচর পর নতুন করে আলোচনায় আফগান তারকা স্পিনার রশিদ খান। দল তো হেরেছেই সেই সাথে ম্যাচে বেদম মারও খেয়েছেন রশিদ। এরপর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। 

এশিয়া কাপ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন বোলিং ভান্ডারে নতুন অস্ত্র জমা করেছেন তিনি। তবে এদিন তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ওভারে উইকেট নিলেও রান দিয়েছেন ৩৯ টি। এর আগে আরব আমিরাতে রশিদের সবচেয়ে বাজে বোলিং ছিল ২০২১ সালে ভারতের বিপক্ষে। ওভার বল করে ৩৬ রান দিয়েও উইকেট শূন্য ছিলেন তিনি।

শ্রীলঙ্কার সাথে ম্যাচের পর অনেকেই ট্রল করে বলেছেন কোথায় গেল রশিদ খানের সেই নতুন বল? এসব ফাকা আওয়াজ নয়তো? দেখা যাক বাকি ম্যাচগুলোতে রশিদ খানে বোলিংয়ে এই ট্রোলের জবাব দিতে পারেন কিনা।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল বিতর্ক এবং কিভাবে তারা বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫ সিজন গঠন করেছে

প্রতি মৌসুমে অনেক প্রভাবশালী বিবিএল বিতর্ক রয়েছে। বিগ ব্যাশ লীগ (বিবিএল) সবসময়ই উত্তেজনা, নাটকীয়তা এবং অপ্রত্যাশিত টুইস্টে ভরা একটি টুর্নামেন্ট। ২০২৪-২৫ মৌসুমে বেশ কিছু বিতর্কিত মুহূর্ত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিল।...

বিপিএল এর অন্যতম সেরা মুহূর্ত: সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ও সেরা বোলিং ফিগার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বছরের পর বছর ধরে কিছু অসাধারণ ক্রিকেটীয় কৃতিত্বের সাক্ষী হয়েছে। শ্বাসরুদ্ধকর সেঞ্চুরি থেকে শুরু করে মনোমুগ্ধকর বোলিং পারফরম্যান্স, এই লিগ ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক: ঐতিহাসিক পর্যালোচনা

২০১২ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেট লিগগুলোর একটি হিসেবে পরিচিত পেয়েছে। দেশীয় প্রতিভা এবং আন্তর্জাতিক তারকাদের সমন্বয়ে গঠিত এই লিগ খেলোয়াড়দের জন্য...

BBL এর সেরা মুহূর্ত: ২০২৪-২৫ কি তালিকায় যোগ হবে?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। এটি বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসাবে এর মর্যাদা সিমেন্ট করছে। এর ২০২৪-২৫ মরসুম যতই এগিয়ে আসছে, ভক্তরা দেখতে আগ্রহী যে...