BJ Sports – Cricket Prediction, Live Score

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কারনে  ক্রিকেটাররা বেশ ক্লান্ত হয়ে পড়ছেন। এই ধকল এড়াতে অনেকে বেছে নিচ্ছেন রোটেশন পলিসি, আবার অনেকে ছেড়ে দিচ্ছেন নির্দিষ্ট কোনো ফরম্যাট। বাংলাদেশি ক্রিকেটাররাও তার বাইরে নয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ওপেনার তামিম ইকবাল।

এবার সেই পথে হাঁটলেন বাংলাদেশ দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বলে দিলেন তিনি। তবে মুশফিকের অবসরের বড় কারণ হতে পারে, সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একেবারেই অফ-ফর্মে থাকা। শরীরের ক্লান্তিটাও অবশ্য কম নয়।

তবে মুশফিক জানালেন, দেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি। সেই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং সকল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলবেন তিনি। এদিকে শারীরিকভাবে ফিট থাকলে, টেস্ট এবং ওয়ানডেতে আরো কয়েক বছর খেলে যেতে পারবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এক ফেসবুক বার্তায় অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন ” সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাবাইকে পাশে পেয়েছি। ভালো ও খারাপ, উভয় সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। আজ আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করছি। তবে টেস্ট ও ওয়ানডেতে গর্বের সাথে দেশের প্রতিনিধিত্ব করে যাবো। আশা করছি, এই দুই ফরম্যাটে দেশের জন্য আরো ভালো কিছু বয়ে আনতে পারবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে আমার খেলা চালিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

উল্লেখ্য, লাল-সবুজের জার্সিতে ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায়, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মুশফিকের। এরপর দেশের হয়ে খেলেছেন ১০২টি ম্যাচ। যেখানে ১৯.২৩ গড়ে মোট ১৫০০ রান করেছেন তিনি। এই ফরম্যাটে মুশফিকের ব্যাটে নেই কোনো শতকের ইনিংস। তবে অর্ধশতকের দেখা পেয়েছেন ছয় বার।

মুশফিকের বিদায়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে  আফিফ, সৌম্য সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিককে শুভকামনা জানিয়েছেন। সেই সাথে দেশের ক্রিকেটে তার অবদানের কথাও স্বীকার করেছেন।

Exit mobile version