বর্তমান সময়ে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট ও আইসিসির নির্ধারিত সূচি। আইসিসির ব্যস্ত সূচির কারণে বেশ চাপ অনুভব করছেন সব দেশেরই ক্রিকেটাররা। সেই চাপ সামলাতে না পেরে মাত্র ৩১ বছর বয়সেই ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটকেই বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।
স্টোকসের বিদায়ের কারণে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম তো ওয়ানডে ফরম্যাটকে বাদ দেয়ারই পরামর্শ দিয়েছেন। এবার সেই আলোচনায় যুক্ত হলেন ভারতের সাবেক কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। আইসিসির প্রকাশিত আগামী পাঁচ বছরের এফটিপিতে বেড়েছে টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের আন্তর্জাতিক সিরিজটিও বাতিল করেছে। যদিও এটি ছিল সুপার লিগের অংশ।
বিশ্বকাপে খেলা কঠিন হয়ে গেলেও তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্ণামেন্টকেই প্রাধান্য দিয়েছে প্রোটিয়ারা। এইসব বিবেচনায় দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় কোচ। টেলিগ্রাফের স্পোটর্স পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজের সংখ্যা নিয়ে ভাবার সময় এসেছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। এখন অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে, সে সবকে উৎসাহিত করা যেতে পারে। সেটা যে দেশই হোক না কেন―ভারত, ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান।’
শাস্ত্রী আরো বলেন, ‘আপনি যদি কম দ্বিপক্ষীয় সিরিজ খেলেন তাহলে বিশ্বকাপে সবার সাথে একত্র হতে পারবেন। এভাবে আইসিসির আসরগুলোতে আরো জোর দেওয়া সম্ভব হবে। পাশাপাশি গুরুত্ব বাড়বে টুর্নামেন্টগুলোর। তাহলে এই টুর্নামেন্টগুলো দেখতে লোকেরা অধীর আগ্রহে অপেক্ষা করবে।
বড় ফরম্যাটের ক্রিকেটকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে দুই স্তরের টেস্ট সেট আপ করার পরামর্শও দিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি দুই স্তর প্রয়োজন। নয়ত ১০ বছরের মধ্যে টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাবে।’