BJ Sports – Cricket Prediction, Live Score

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্র্যান্ডহোম

গ্র্যান্ডহোম

প্রথমত চোট সমস্যা, তার উপর আছে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ। বয়সটাও ৩৬ পেরিয়ে গেছে। তাই তো এবার কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন নিউজিল্যান্ড অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এক বিবৃতিতে নিজের অবসরের কথা জানান নিউজিল্যান্ডের তারকা এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ড ক্রিকেটের তরফ থেকে দেওয়া ওই বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেন, ‘আমি মেনে নিচ্ছি আমার বয়স কমছে না। দিনের পর দিন ট্রেনিং করাটা কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে চোটের কারণে। এছাড়া আমার একটি পরিবার আছে, ক্রিকেটের পরের জীবনটা নিয়ে ভাবতে চেষ্টা করছি 

বিদায় বেলায় দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে গ্র্যান্ডহোমের মুখে। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১২ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে খেলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত। তবে আমার মনে হয়েছে, এখনই বিদায় বলার সঠিক সময়।

এক দশকের ক্যারিয়ারে নিউজিল্যান্ডের জার্সিতে ২৯ টেস্টে ১০০ রান এবং ৪৯ উইকেট শিকার করেছেন গ্র্যান্ডহোম। এছাড়া ৪৫ ওয়ানডেতে করেছেন ৭৪২ রান এবং নিয়েছেন ৩০ উইকেট। এছাড়া টিটোয়েন্টি ক্রিকেটেও ৪১ ম্যাচ থেকে ৫০৫ রান এবং ১২ উইকেট রয়েছে এই অলরাউন্ডারের।

উল্লেখ্য, ২০২১ সালে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্র্যান্ডহোম। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে, নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গের দিনও কিউইদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মারকুটে এই অলরাউন্ডার।

Exit mobile version