১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত নেপালের জাতীয় দলের ক্রিকেটার সন্দীপ লামিচানে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ধরা ছোয়ার বাইরে ছিলেন বেশ কয়েকদিন। তবে এবার কোন উপায় খুঁজে না পেয়ে অবশেষে দেশে ফেরার তারিখ জানিয়ে দিলেন এই নেপালি ক্রিকেটার।
গত আগস্ট মাসে ১৭ বছর বয়সী এক কিশোরী লামিচানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেন । কিশোরীর দেওয়া তথ্য মতে, লামিচানের ভক্ত ছিলেন ওই কিশোরী। গত ২১ আগস্ট লামিচানের সঙ্গে দেখা করতে যান ওই কিশোরী। তার হোস্টেল আটটায় বন্ধ হয়ে যাওয়ায় লামিচানের সঙ্গে হোটেলে রাত কাটাতে হয় তাকে। ওই কিশোরী আলাদা রুমে থাকতে চাইলেও লামিচানে তাকে নিজের রুমেই রেখে দুই দুই বার ধর্ষণ করেছেন।
ঘটনার পর লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমুন্ডুপক ডিস্ট্রিক্ট আদালত। কিন্তু ২১ আগস্ট ওই ঘটনার পর ২২ আগস্ট সিপিএল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়েন লামিচানে। তাই এতদিন পুলিশ তাকে ধরতে পারেননি।
তবে তাকে ধরার জন্য ইন্টারপোলের সহযোগিতার কথাও জানানো হয়েছে আগে। যদিও বরাবরের মত ঘটনাটিকে অস্বীকার করেছেন লামিচানে। সবশেষে আগামী ৬ অক্টোবর দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, “আমি ৬ অক্টোবর দেশে ফিরছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আইনি লড়াই লড়ব। আমি অত্যন্ত আশাবাদী। আমি নির্দোষ। দেশের বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করছি দ্রুত সুবিচার পাব।“
ইতোমধ্যে ধর্ষনের অভিযোগ ওঠার পর লামিচানেকে নেপাল ক্রিকেট থেকে বহিস্কার করা হয়েছে। বিজ্ঞাপনের জন্য যে পণ্যগুলোর সাথে চুক্তি করেছিলেন অনেকেই লামিচানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধর্ষনের অভিযোগ ওঠায় বেচারা লামিচানে এখন যেন দুঃস্বপ্নের চক্রে বন্দি।