আনুষ্ঠানিক ভাবে এখনো বাংলাদেশ দল থেকে অবসরের ঘোষনা দেননি মাশরাফি। খেলে যাচ্ছেন দেশের ঘোরোয়া ক্রিকেট। সেই সাথে নড়াইলের এমপি হওয়ায়, জনপ্রতিনিধির দায়িত্বও পালন করছেন। তবে নতুন খবর হচ্ছে আগামী বিপিএলে নতুন ভূমিকায় দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।
আগামী বছর ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল। বিপিএলের আগামী তিন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে ৯টি প্রতিষ্ঠান। যেখান থেকে ৭টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব। সেই ফ্র্যাঞ্চাইজি মালিকানায় মাশরাফি থাকতে পারেন বলে জোর গুঞ্জন আছে দেশের ক্রিকেটে।
আগামী তিন মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় সীমা বেধে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ৯টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।তিন মৌসুম পর আবারও ফিরছে বসুন্ধরার মালিকানাধীন রংপুর রাইডার্স। তবে এবার থাকবে না বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ঢাকা ডায়নামাইটস ও জেমকন গ্রুপের খুলনা টাইটান্স।
এককভাবে ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছু সাকিব আল হাসান এর প্রতিষ্ঠান। এদিকে নতুন যুক্ত হয়েছে ফিউচার স্পোর্টস ও বৈশাখী গ্রুপ। এর এই ফিউচার স্পোর্সের সঙ্গে থাকতে পারেন মাশরাফি
বিপিএলে মাশরাফি একজন সফল দলনেতা। ঢাকাকে বেশ কয়েক বার এবং কুমিল্লাকেও বিপিএল চ্যাম্পিয়ন করার রেকর্ড আছে তার। বিপিএলে দল কিনলে সেটা কেমন সফল হবে এই আলোচনাই চলছে এখন দেশের ক্রিকেটে। অনেকে মনে করছেন নতুন ভূমিকায় বিপিএলেও সফল হবেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক।