আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল (২৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান সহ বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে সাম্প্রতিক আলোচনার পর তামিম এই ঘোষণা দিয়েছেন, যেখানে এই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন তারা। গত ১২ মাস ধরে তামিম বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে অনেকটাই দূরে ছিলেন।
অবশেষে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন যে, কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, যেমন বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস, কাজী ইনাম আহমেদের সঙ্গে তার মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন তিনি যেন টি-টোয়েন্টি খেলাটা অন্তত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যান। তবে তার বক্তব্যটা ভিন্নরকম ছিল।
আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের কথা ভাবছেন না বলে জানিয়েছেন তিনি। এই ছয় মাসে টেস্ট এবং ওয়ানডে ম্যাচের উপর তার পুরোপুরি মনোযোগ থাকবে। তাছাড়া সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ বিশ্বকাপ আছে, সেজন্য তার প্রিপারেশনের ব্যাপার আছে। সে কারণে তিনি পুরোপুরি ফোকাসটা এই দুই ফরম্যাটের ওপর রাখতে চান।
তিনি আরও বলেন, ছয় মাস পর যদি এমন একটা সময় আসে যে, ক্রিকেট বোর্ড, সিলেক্টর্স বা টিম ম্যানেজমেন্ট মনে করেন বিশ্বকাপের আগে দলে তার দরকার আছে, তখন প্রয়োজন হলে এবং যদি তিনি প্রস্তুত থাকেন, তখন সেটা নিয়ে তারা আলোচনা করবেন। সুতরাং, আগামী ছয় মাস তিনি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি নিয়ে কোনো কিছুই ভাববেন না। এছাড়া তিনি পুরোপুরি বিশ্বাস করেন যে, এই ছয় মাসে যেসব খেলোয়াড়রা তার জায়গায় খেলবে, তারা এতই ভালো খেলবে যে সেখানে তার আর দরকার হবে না।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। তিনি বাংলাদেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে ২৪.০৮ গড়ে এবং ১১৭.২ স্ট্রাইক-রেটে ১৭৫৮ রান করেছেন। তিনি এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন। এছাড়া বিশ্ব একাদশ দলের হয়ে তিনি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৭ সালে পাকিস্তানে তিনটি এবং ২০১৮ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি খেলেছেন।