BJ Sports – Cricket Prediction, Live Score

আউটের পর ড্রেসিংরুমেও ক্ষোভ ঝেড়েছেন স্টিভেন স্মিথ

আউটের পর ড্রেসিংরুমেও ক্ষোভ ঝেড়েছেন স্টিভেন স্মিথ

#image_title

ভারতের বিপক্ষে চলমান বোর্ডারগাভাস্কার ট্রফিতে, মোটেই স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইতোমধ্যে প্রথম দুটি টেস্ট জিতে নিয়েছে ভারত। তাও আবার দুই ম্যাচেই অজিদের বিপক্ষে তিন দিনে জয় তুলে নিয়েছেন রোহিত শর্মারা। দলের নাজুক পারফরম্যান্সের মাঝে একের পর এক খেলোয়াড়দের চোটের দুঃসংবাদ। এবার জানা গেল, স্টিভেন স্মিথের ক্ষোভের কথাও। দলের হারের পর, অস্বস্তির হাওয়া বইছে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমেও।

দিল্লি টেস্টে বড় পরাজয়ের তিক্ত স্বাদ পায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েও দলকে বাঁচাতে পারেননি স্মিথ। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। তাই তো আউট হওয়ার পর যেন মানতেই পারছিলেন না অজি তারকা। ভুল শট খেলে আউট হওয়ায়, ড্রেসিংরুমে ক্ষোভে ফেটে পড়েন তিনি।মেজাজ হারিয়ে বসেন স্মিথ। দ্বিতীয় টেস্টের পর, প্রকাশ্যে এলো অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের ঘটনাও। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেন, অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতো।

ড্রেসিংরুমে স্মিথের মেজাজ হারানোর ঘটনা নিয়ে মাইকেল ডি ভেনুতো বলেন, ” আউট হওয়ার পর সে (স্মিথ) বুঝতে পেরেছে , ভুল শট খেলেছে। এজন্য সে খুবই হতাশ হয়ে পড়ে। এই ধরণের আউট তার ভীষন  অপছন্দ। একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামার পর, সেটা বাস্তবায়ন করতে না পারলে খারাপ লাগে। স্মিথের ক্ষেত্রেও এমনটা হয়েছে। সে অবদান রাখতে চেয়েও পারেনি।

এদিকে অজি শিবিরের দুঃসংবাদের তালিকায় যুক্ত হলো, অ্যাস্টন অ্যাগারের দেশে ফিরে যাওয়া। মূলত ঘরোয়া লিগে খেলার জন্যই ভারত ছেড়েছেন তারকা এই স্পিনার। প্রসঙ্গে ভেনুতো বলেন, ” আমরা এটা নিশ্চিত যে, অ্যাগার খেলার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। সে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ভারত সিরিজে সে আর খেলবে না। সেক্ষেত্রে বিকল্প ভাবছে অস্ট্রেলিয়া।

এদিকে অস্ট্রেলিয়া দলের টানা দুই হারের পরেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না তারা। এই দুই পরাজয়ে নিজেদের ব্যর্থতার কারণও খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ। ভেনুতোর মতে, সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেও সাফল্য পাননি তারা। উইকেট অনুযায়ী যে পরিকল্পনা সাজিয়ে অস্ট্রেলিয়া মাঠে নেমেছে, খেলোয়াড়রা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বলে মনে করছেন ভেনুতো।

Exit mobile version