নিউজিল্যান্ড ১৮ জুন সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ভারতের মুখোমুখি হবে। প্রথম দল হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব কার দখলে যাবে সেই নিয়ে ইতোমধ্যে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক তুঙ্গে। এর মধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি প্রতিযোগিতাটির ফাইনালের প্রাইজমানি ঘোষণা করেছেন।
টেস্টের সেরা নির্বাচিত হওয়া নিঃসন্দেহে বিশাল গর্বের বিষয়। তাই এই টুর্নামেন্ট জয়ের পুরস্কারমূল্যও টুর্নামেন্টের মান অনুযায়ী হবে বলেই সকলে আশা করেছিলেন। তাঁদের হতাশ না করে বিশাল প্রাইজমানির কথা জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে।
আইসিসি জানিয়েছে যে, ফাইনালে জয়ী দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে ১.৬ মিলিয়ন ইউএস ডলার। সঙ্গে আবার থাকবে একটি আকর্ষণীয় ট্রফিও। অপরদিকে রানার্স-আপ দল পাবে তার অর্ধেক অর্থ অর্থাৎ ৮ লাখ মার্কিন ডলার।
তবে কোনো কারণে ম্যাচটি ড্র হলে মোট ২৪ লাখ মার্কিন ডলার ভাগ করে দেয়া হবে দুই দলের মধ্যে। সেক্ষেত্রে ফাইনালের চূড়ান্ত বিজয়ী হিসেবে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই পাবে ১২ লাখ মার্কিন ডলার করে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ মার্কিন ডলার। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড পাবে সাড়ে তিন লাখ মার্কিন ডলার। পঞ্চম স্থানে থাকা পাকিস্তান পাবে ২ লাখ মার্কিন ডলার। পয়েন্ট তালিকার শেষ চারটি দল – দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রতিটি দলের জন্য এক লাখ মার্কিন ডলার পাবে।
প্রসঙ্গত, টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ করেছে ড্র। পয়েন্ট তালিকার একদম তলানিতে থেকে শেষ করেছে টাইগাররা।
আরও উত্তেজনাপূর্ণ ক্রিকেট আপডেটের জন্য, baji.live এ চোখ রাখুন!