BJ Sports – Cricket Prediction, Live Score

আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন অসি তারকা মারনাস লাবুশেন

চলতি অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। ক্যারিয়ারসেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে এখন এক নম্বরে লাবুশেন। ফলে ইংলিশ অধিনায়ক জো রুট এখন ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছে।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে থেকে অ্যাশেজ সিরিজ শুরু করেছিলেন লাবুশেন। ব্রিসবেন টেস্টে ৭৪ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছিলেন। অ্যাডিলেইডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে করেন ১০৩ এবং ৫১ রান। তাতেই শীর্ষস্থানটা নিশ্চিত হয়ে গেছে অসি মিডল অর্ডার এই ব্যাটারের। তবে পয়েন্ট টেবিলের ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে আগের মতই রয়েছেন স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন এবং রোহিত শর্মা।

তার সতীর্থ মিচেল স্টার্ক আবার জায়গা করে নিয়েছেন টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। দ্বিতীয় টেস্টে ৮০ রানে ৬টি উইকেট শিকার করেন এই পেসার, যার মধ্যে প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। এই পারফর্মেন্সের ফলে এখন স্টার্ক বোলারদের র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে। তবে যথারীতি প্যাট কামিন্স এবং রবিচন্দ্রন অশ্বিন, শাহিন আফ্রিদি, টিম সাউদি ও জশ হ্যাজলউড যথাক্রমে পয়েন্ট টেবিলের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে অবস্থান করছেন।

অন্যদিকে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মাত্র এক সপ্তাহ আগেই তিনি র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নেমে গিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাবর ৫৩ বলে ৭৯ রানের ইনিংস খেলে এখন ইংল্যান্ডের ডেভিড মালানের সঙ্গে সমান ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন।

তার সতীর্থ ওপেনার মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এখন ৭৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন উইকেটরক্ষক এই ব্যাটার। তবে পয়েন্ট টেবিলের ৪র্থ ও ৫ম স্থানে রয়েছেন যথাক্রমে এইডেন মার্কারাম (দক্ষিণ আফ্রিকা) এবং কেএল রাহুল (ভারত)।

ক্রিকেটে বিশ্বের আরও আকর্ষণীয় খবরের জন্য Baji -র সাথেই থাকুন! 

Exit mobile version