দীর্ঘদিন পর সবশেষ এশিয়া কাপ থেকেই ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। বিশ্বকাপের আগে তবুও তাকে নিয়ে শঙ্কায় ছিল সমর্থকরা। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়ে দারুণ পারফরম্যান্সে দলকে জিতিয়ে জয়ের নায়ক এখন কিং কোহলি। বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন এই তারকা। দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি র্যাংকিংয়েও উপরে উঠে এলেন তিনি। অন্যদিকে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান ও।
গত ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ভারত। শুরুর দিকে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে খাদে পড়া ম্যাচটির হাল ধরেন কোহলি। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। ম্যাচ জিতিয়ে আইসিসির র্যাংকিংয়েও বিরাট লাফ দিলেন কোহলি। এক লাফেই পাঁচ ধাপ এগিয়ে গেলেন এই তারকা।
র্যাংকিংয়ে ১৪ তম স্থান থেকে ঊঠে এলেন ৯ম স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৩৫। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৬০৫ রেটিং নিয়ে ১৪তম স্থানে ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে রাজকীয় ইনিংস খেলার পর র্যাংকিংয়েও এগিয়ে গেলেন এই তারকা ব্যাটার।
এদিকে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে ব্যাটিং র্যাংকিংয়ে ৮৪৯ রেটিং নিয়ে শীর্ষস্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। বোলারদের মধ্যে শীর্ষে আছেন আফগান তারকা রশিদ খান।
র্যাংকিংয়ে শীর্ষে থাকা নিয়ে এখন পর্যন্ত অবশ্য মুখ খোলেননি সাকিব। টিম বাংলাদেশ প্রথম ম্যাচের পর দ্বিতীয় মাচ নিয়েই ব্যস্ত। এদিকে শীর্ষে থাকায় নেটিজেনদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন।