গেল কয়েক বছর ধরে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ মেহেদি হাসান মিরাজ। এরমধ্যে ২০২২ সালটা কাটিয়েছেন স্বপ্নের মতো। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে নিজের সেরা ক্রিকেটটাই খেলেছেন এই তরুণ অলরাউন্ডার। তাই তো, আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন মিরাজ। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার স্বরূপ পেয়েছেন ক্যাপও। আর ক্যাপটি মাথায় পড়ে, বেশ উচ্ছ্বসিত হতে দেখা গেলো টিম বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
রুটিন অনুযায়ী সোমবার দলগত অনুশীলন করে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে ঘিরে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ। সেই আমেজে যেন নতুন মাত্রা পেল, বর্ষসেরার ক্যাপ নিয়ে মিরাজের ফটোসেশন। তবে শুধু তিনি একা নন, ক্যাপ নিয়ে ফটোসেশন করেছেন সতীর্থদের সঙ্গেও। মিরাজের পাশে দেখা যায়, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সহ অন্যদের।
হোম অব ক্রিকেটে তোলা দুইটি ছবি, নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করেছেন মিরাজ। ছবির সঙ্গে ক্যাপশনে টাইগার অলরাউন্ডার লিখেন, ” আলহামদুলিল্লাহ। অবশেষে আজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের ক্যাপটি হাতে পেলাম। ” এমন অর্জনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভক্ত – সমর্থকরা। অবশ্য ২০২২ সালে আইসিসি বর্ষসেরা দলে সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও মিরাজ।
২০২২ সালে, ব্যাটে – বলে সমানতালে পারফর্ম করেছেন মিরাজ। ১৫টি ওয়ানডে খেলে ২৪টি উইকেট শিকারের পাশাপাশি, ৩৩০ রান করেছেন তিনি। তবে বর্ষসেরা দলে জায়গা পেতে তাকে সাহায্য করেছে, বেশকিছু ম্যাচজয়ী পারফরম্যান্স। আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিং করে ম্যাচ জয়। বছরের শেষদিকে ভারতের বিপক্ষে ম্যাচে স্রোতের বিপরীতে গিয়ে, শতক হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেওয়া তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে।
অবশ্য প্রথমবার আইসিসি বর্ষসেরা হওয়ার সাফল্য, মিরাজের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। তার কাছে এখন দলের প্রত্যাশাটাও বেশি । নতুন বছরে টাইগারদের সামনে প্রথম চ্যালেঞ্জ ইংল্যান্ড সিরিজ। ঘরের মাঠে এই সিরিজে লড়তে নিজেকে প্রস্তুত করেছেন মিরাজও। এই স্পিনিং অলরাউন্ডার হয়তো চাইবেন, গত বছর যেখানে শেষ করেছেন এবার সেখান থেকে শুরু করতে। সেই মিশন শুরু ১ মার্চ থেকেই।