BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল বর্জন করায় জেমিসনের প্রশংসায় পঞ্চমুখ কিউই কোচ

Kyle Jamieson is a New Zealand cricketer. He made his international debut for the New Zealand cricket team in February 2020 against India.

Kyle Jamieson is a New Zealand cricketer. He made his international debut for the New Zealand cricket team in February 2020 against India.

ক্রিকেটের মেগা আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলা ক্রিকেটারদের জন্য স্বপ্নই বলা চলে৷ সম্মানের পাশাপাশি আছে কাঁড়ি কাঁড়ি টাকা। নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম আসরেই ১৫ কোটি রুপিতে বিক্রি হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের পেস তারকা কাইল জেমিসন। ২০২১ সালে তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। 

গতবার আইপিএল নিলামে ঝড় তুললেও মাঠে অবশ্য সেভাবে পারফর্ম করতে পারেননি জেমিসন। নিউজিল্যান্ডের এই পেসার ৯টি ম্যাচে সুযোগ পেয়ে ৯.৬০ ইকোনমি রেটে ৯ উইকেট নেন। তবে, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত পারফরমার জেমিসন এবারের আসরে নিজের নামই দেন নি। কারণ হিসেবে জানা নিজের টেস্ট ক্যারিয়ারের দিকেই বাড়তি মনোযোগ এই পেসারের৷  

কাইল জেমিসনের এমন সিদ্ধান্তের মুগ্ধ হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ গ্যারি স্টেড৷ তার সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত জানিয়ে এমন সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গ্যারি। তিনি বলেন, ‘কাইলের (জেমিসন) বয়সের একজনের জন্য এই পদক্ষেপ দারুণ সাহসী। ওখানে তার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং উপলব্ধি করেছে, ক্রিকেটার হিসেবে তার কী করতে হবে। সে নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণে খেলতে চায়, তবে টেস্ট ক্রিকেটই তার কাছে সবকিছুর ওপরে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘সে এটা বুঝতে পেরেছে। ওর সঙ্গে কথা হয়েছিল আমার। নিলামে নিজের নাম না তুলে যে কাজ সে করেছে, আমার মনে হয় না এখনকার খুব বেশি ক্রিকেটার এটা করবে। টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে যেভাবে সে নিজেকে দেখভাল করছে, এজন্য তাকে আমি অভিনন্দন জানাই।’

২০২০ সালের অভিষেকের পর থেকে কিউইদের জার্সিতে ১৪টি টেস্ট খেলেছেন কাইল জেমিসন। সেখানে ২.৫৮ ইকোনমিতে ১৮.৭ গড়ে ৬৬টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন এই পেসার৷

Exit mobile version