BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ১৫% মালিকানা নিয়ে নিল লিভারপুলের যুগ্ম মালিক রেডবার্ড

 

আইপিএল এর ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ১৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে বিদেশি প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিট্যাল পার্টনার্স। কত টাকার বিনিময়ে এই মালিকানার অংশ পেয়েছে তারা, সেটি সংবাদ সংস্থা রয়টার্স জানায়নি। তবে স্পোর্টসপ্রোমিডিয়া নামের ওয়েবসাইট জানাচ্ছে, অঙ্কটা ৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। ইংল্যান্ডের ফুটবল লিগের (ইংলিশ প্রিমিয়ার লিগ) দল লিভারপুলের মালিকানার একটি অংশ রয়েছে এই প্রতিষ্ঠানের। 

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ী রাজস্থান রয়্যালসের মূল মালিকানা লন্ডনভিত্তিক ভারতীয় বিনিয়োগকারী মনোজ বাদালের প্রতিষ্ঠান ইমার্জিং মিডিয়া-র। রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনাল আর এই ইমার্জিং মিডিয়া গতকাল যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছেন রেডবার্ডের রাজস্থানের মালিকানার অংশ কিনে নেওয়ার খবর। রেডবার্ডের এই বিনিয়োগের কারণে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির দাম এখন দাঁড়াচ্ছে প্রায় ২৫ থেকে ৩০ কোটি মার্কিন ডলার। 

রাজস্থানের মূল মালিক বাদালের কথা, এই চুক্তিই বোঝাচ্ছে আইপিএলের আকর্ষণ কত বেশি, ‘এরকম একটা বিনিয়োগ আসলে আইপিএলের বৈশ্বিক আগ্রহ আর বিনিয়োগের জায়গা হিসেবে বিশ্বে ভারতকে নিয়ে আকর্ষণ কত বেশি, সেটার সাক্ষ্য দেয়।’

কোভিড-১৯ এর কারণে গত দুই বছরে এই টুর্নামেন্টের সূচি এলোমেলো হয়ে গেছে, না হলে সাধারণত এপ্রিল-মে মাসেই হয় টুর্নামেন্টটি। আর শুধু এই দুই মাসের টুর্নামেন্টের সম্প্রচারের জন্য ভারতীয় সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের সঙ্গে আইপিএলের পাঁচ বছরের চুক্তি হয়েছে (২০১৮-২০২২) প্রায় ১৬,৩৪৮ কোটি ভারতীয় রূপিতে!

গত বছরে কোভিড-১৯ এর কারণে অবশ্য বিশ্বের অন্য যেকোনো ব্যবসায়ের মতো আইপিএলও ধাক্কা খেয়েছে। আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ডাফ এন্ড ফেলপসের হিসাব অনুযায়ী, কোভিড-১৯ এর কারণে গত বছরে আইপিএলের ব্র্যান্ড মূল্য প্রায় ৩.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬১৯ কোটি মার্কিন ডলারে। রাজস্থানের দামও কমেছে। ৮ শতাংশ কমে তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ২৪৯ কোটি ভারতীয় রূপিতে।

তবে রেডবার্ডের কাছে ১৫ শতাংশ বিক্রি করলেও গতকাল প্রকাশিত বিবৃতিতে রাজস্থানের মূল মালিকপক্ষ ইমার্জিং মিডিয়া জানিয়েছে, এই চুক্তির বাইরে আলাদাভাবে তারা কিছুদিন আগে রাজস্থানে তাদের মালিকানাস্বত্ত্বের পরিমাণ ৫১ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করে নিয়েছে।

রাজস্থানের সঙ্গে যোগ দেওয়া রেডবার্ড গত এপ্রিলে যোগ দেয় লিভারপুলের মূল মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) সঙ্গে। ফ্রেঞ্চ লিগের দল তুলুজেরও মালিকানার সিংহভাগ এই রেডবার্ডের দখলে।

আরও উত্তেজনাপূর্ণ ক্রিকেট আপডেটের জন্য, Baji তে চোখ রাখুন! 

Exit mobile version