শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। যেখানে বাংলাদেশ থেকে একাধিক খেলোয়াড়ের দল পাওয়ার প্রত্যাশা করেছিলো অনেকেই। কারণ, অভিজ্ঞ সাকিব আল হাসান ছাড়াও ড্রাফটে রাখা হয় লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদের মতো তরুণ ক্রিকেটারদের। যারা এবছর ব্যাটে – বলে দারুণ ছন্দেও আছেন। সেই ধারণাটি সত্যিও হয়েছে অনেকটা।
নিলামের শুরুতেই হতাশ হতে হয়েছে বাংলাদেশিদের। প্রথম ডাকে তাদের কেউকে দলে নেয়নি। দর কষাকষি হবে দূরে থাক, কেউ মাথাও উঁচু করেনি সাকিব – লিটনদের কলে। কিন্তু দিনশেষে সুবিধাটা লুফে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য হিসেবে এই দুই টাইগার ক্রিকেটারকেই দলে ভিড়িয়ে নিল তারা। অবশ্য আপাতদৃষ্টিতে লাভবানই হয়েছে কেকেআর।
নিলামে সাকিবের ভিত্তিমূল্য রাখা হয় ১ কোটি ৫০ লাখ রুপি। অপরদিকে লিটনের ভিত্তিমূল্য ধরা হয় মাত্র ৫০ লাখ রুপি। ফলে দুজনকেই দলে নিতে কেকেআর খরচ করেছে মোট ২ কোটি রুপি। অবশ্য এর আগেও কলকাতায় খেলেছেন সাকিব। এবার নতুন করে যোগ দিলেন লিটন। এর আগে বাংলাদেশ থেকে মাশরাফি বিন মুর্তজাও খেলেছেন বাংলার দল কেকেআরের জার্সিতে।
সাকিবের আইপিএল অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। কেকেআরের জার্সিতে একাধিক মৌসুম কাটানোর পর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও আইপিএল মাতিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেল আসরে দল পাননি। এবার পুনরায় ফিরলেন কেকেআরের জার্সিতে। সাকিবের সামনে চ্যালেঞ্জ হবে নিজের জায়গা ধরে রাখা। অপরদিকে প্রথমবারের মতো আইপিএল মাতাতে যাওয়া লিটনের জন্য নতুন পরীক্ষা।
বাংলাদেশ থেকে আর কোনো ক্রিকেটার এবারের আইপিএলে দল পাননি। অবশ্য দিল্লী ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে রিটেইন করেছে দলটি। গেল মৌসুমে বল হাতে ভালো খেলার কারণেই এবার আর নিলামে লড়াই করতে হয়নি এই বাঁহাতি পেসারকে। ফলে আইপিএলের আসছে মৌসুমে দুই দলের হয়ে মোট তিনজন টাইগার মাঠে নামবেন।
ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমানে ভারতের সাথে দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ। সিরিজের মাঝেই আইপিএল নিলামের খবর জানেন সাকিব, লিটনরা। তবে আইপিএল এর দল পাওয়ার পর এটা নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানাননি সাকিব, লিটনরা। তবে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে থাকায়, নিঃসন্দেহে আইপিএল নিয়ে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ ও থাকবে তুঙ্গে।