BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল নিলামে রেকর্ড গড়লেন স্যাম কারান

Sam Curran set a record in the IPL auction

শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম। ছোট পরিসরে হওয়া এই নিলামে ঝড় তুলেছেন ইংলিশ ক্রিকেটার স্যাম কারান। তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি ফেলে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। যে কারণে এই পেস বোলিং অলরাউন্ডারের দামটাও হয়েছে আকাশচুম্বী। ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে পেয়েছে পাঞ্জাব কিংস।

আইপিএলের ইতিহাসে এত চড়া দামে খেলোয়াড় বিক্রি হওয়ার পূর্ব নজির নেই। তাই তো টুর্নামেন্ট শুরুর আগেই নয়া রেকর্ড গড়লেন কারান। তিনিই এখন আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার। এর আগের রেকর্ডটি ছিল ক্রিস মরিচের। প্রায় ১৬ কোটি ২৫ লাখ রুপি খরচ করে এই প্রোটিয়া অলরাউন্ডারকে দলে ভেড়ায় রাজস্থান রয়েলস। তবে সেটা আগের মৌসুমেই।

এবারের নিলামে যেন পেস বোলিং অলরাউন্ডারদের জয়জয়কার। টাকার বাজারে আগুন লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রীন। তাকে দলে পেতে মুম্বাই ইন্ডিয়ান্সকে খরচ করতে হয়েছে ১৭ কোটি ৫০ লাখ রুপি। এবছরের নিলামে তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটারও পেস বোলিং অলরাউন্ডার। ইংলিশম্যান বেন স্টোকসকে পেতে চেন্নাই সুপার কিংসের খরচ ১৬ কোটি ২৫ লাখ রুপি।

অবশ্য নিলামে আরেক চমক হিসেবে ছিল কেন উইলিয়ামসন। সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দেওয়ার পর অভিজ্ঞ এই কিউই ব্যাটসম্যানকে লুফে নিল গুজরাট টাইটান্স। তাকে পেতে অবশ্য খরচ হয়েছে মাত্র ২ কোটি রুপি। আগের আসরগুলোতে অধিনায়কত্ব করলেও, এবার অধিনায়কত্ব না পাওয়ার সম্ভাবনাই বেশি তার। কারণ, টাইটান্সের আছে বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এবারের আইপিএলে রিটেইন করা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। দুজনকেই সমান ১৭ কোটি রুপি করে দেবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লক্ষ্মৌ সুপার জায়ান্টস। অপরদিকে এবারের নিলামে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ৮ কোটি রুপিতে তাকে কিনে সানরাইজার্স হায়দ্রাবাদ।

Exit mobile version