BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল না খেলেও চুক্তির পুরো টাকা পাবেন ঋষভ পন্থ

Rishabh Pant getting the full amount of the contract though unable to play

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পন্থ এখন হাসপাতালের বিছানায়। সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। এমন হলে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। তবে খেলতে না পারলেও চুক্তির পুরো টাকা পাবেন পন্থ। সঙ্গে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির পুরো অর্থও তাকে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

কিছুদিন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন পন্থ। হাঁটুতে অস্ত্রোপচারও করা হয় তার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা যায়। আশা করা যাচ্ছে তিনি তাড়াতাড়ি সেরে উঠবেন। তবে ফিট হয়ে মাঠে কবে নাগাদ ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। হাসপাতাল সূত্রে জানা গেছে, ছয় মাস অন্তত মাঠের বাইরে থাকতে হবে তার। সেক্ষেত্রে আইপিএলে খেলতে পারবেন না তিনি। 

তবে আইপিএলে খেলতে না পারলেও চুক্তির পুরো টাকা পাবেন পন্থ। ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, চোটের কারণে কোনও ক্রিকেটার যদি আইপিএলে খেলতে না পারেন, তবুও চুক্তির পুরো অর্থ তিনি পাবেন। সেই হিসেবে আইপিএলে পন্থের চুক্তি ১৬ কোটি টাকা। আর এর পুরোটাই পাচ্ছেন তিনি। 

আইপিএল ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি বাবদ বার্ষিক ৫ কোটি টাকা পান পন্থ। এই চুক্তির পুরো অর্থও দেবে বিসিসিআই। অন্যদিকে ভারতীয় ক্রিকেটারের প্রতি বোর্ডের এই মানবিকতায় খুশি পন্থের ভক্ত – সমর্থক। পন্থের চিকিৎসার দায়িত্ব ভারতীয় বোর্ডের উপর। বোর্ড সূত্রে জানা গেছে , বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট না হলে, চলতি বছর আসন্ন ওয়ানডে  বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন পন্থ।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে থাকার কথা ছিল পন্থের।  দিল্লি ক্যাপিটালস তার সঙ্গে ১৬ কোটি টাকার চুক্তি করেছে। এর আগেও দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন টিম ইন্ডিয়ার এই বিস্ফোরক ব্যাটসম্যান।  তবে পন্থের অনুপস্থিতিতে দিল্লির হয়ে অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

এদিকে পন্থের পারিবারিক সূত্র জানিয়েছে, ধীরে ধীরে সেরে উঠছেন পন্থ। এই সময়টা ক্রিকেটীয় ব্যস্ততা না থাকায় পরিবারের সদস্যদের সাথেই কাটছে তার সময়। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, পন্থের চিকিৎসার পুরো 

দায়িত্ব নিয়েছে বোর্ড। অন্যদিকে পন্থের পারিবারিক সূত্র জানিয়েছে, এই দুঃসময় পন্থের পাশে থাকার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পন্থ৷ নেটিজেনদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যানের সুস্থতা কামনা করে পোস্ট ও করেছেন।

Exit mobile version