ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্বপ্নের মতো একটি মৌসুম কাটাচ্ছেন দিনেশ কার্তিক। ব্যাট হাতে যেভাবে চাইছেন, ঠিক সেভাবেই খেলা হচ্ছে তার। এবারের আইপিএলে প্রতিপক্ষের বোলারদের মনে নিয়মিত ভীতি সঞ্চার করে চলেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মারকাটারি ব্যাটিং করে আট বছরের পুরনো এক রেকর্ডও ভেঙে দিলেন কার্তিক।
গেল মৌসুমেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করা কার্তিকের নতুন রূপ দেখা যাচ্ছে বেঙ্গালুরুর জার্সিতে। আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছেন প্রতি ম্যাচেই। তাতে বেশ সফলও হয়েছেন তিনি। দ্রুতগতির ইনিংস খেলার ধারাবাহিকতা বজায় রেখেছেন সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও। এদিন মাত্র ৮ বল থেকে ৩০ রান করে অপরাজিত থাকেন কার্তিক।
আর তাতেই আট বছরের পুরনো অনন্য এক রেকর্ড নিজের করে নেন তিনি। আইপিএল ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইকরেটে ৩০ বা তার বেশি রানের ইনিংস এটি। ১ চার এবং ৪টি বিশাল ছয়ে এদিন ৩৭৫ স্ট্রাইকরেটে রান তুলে সুরেশ রায়নাকে পেছনে ফেলেছেন কার্তিক। ইনিংসের শেষ ওভারে আফগান পেসার ফজল হক ফারুকীর বলে নিয়েছেন ২৫ রান।
আইপিএলে এর আগে সবচেয়ে বেশি স্ট্রাইকরেটে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলা ভারতীয় ব্যাটসম্যান হলেন সুরেশ রায়না। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) বিরুদ্ধে মাত্র ২৫ বলে ৮৭ রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান। ১২ চার এবং ৬ ছক্কায় যেখানে তার স্ট্রাইকরেট ছিল ৩৪৮।
এ তালিকায় তিন নম্বরে আছে আরেক হার্ডহিটার ইউসুফ পাঠানের নাম। আইপিএল ২০১৪ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ২২ বল থেকে ৭২ রান করেছিলেন তিনি। ৫ চার এবং ৭ ছক্কায় ইউসুফের ইনিংসটির স্ট্রাইকরেট ছিল ৩২৭.২৭। এবার অতীতের সবাইকে ছাপিয়ে এক নম্বরে উঠে এলেন কার্তিক।