BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলে দল পেতে যাচ্ছেন ক্যামেরন গ্রিন, চিন্তিত ম্যাকডোনাল্ড

Cameron Green is going to get a team in IPL, worried McDonald

আগামী বছর শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল )  ১৬ তম আসর। আর সেখানে দল পাওয়া অনেকটাই নিশ্চিত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার  ক্যামেরন গ্রিনের। তবে  অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড গ্রিনের দল পাওয়া নিয়ে অনেকটাই চিন্তিত । আগামী বছর অস্ট্রেলিয়ার ঠাসা সূচির কারণে খেলোয়াড়রা দম ফেলার সময় পাবেনা। ফলে খেলোয়াড়দের ফিটনেস এবং ফর্মের বিষয়টি এখনই চিন্তায় ফেলে দিয়েছে কোচকে। মাঠের ২২ গজে নামার আগে ক্রিকেটাররা তরতাজা থাকবে কিনা এমন প্রশ্নই ঘুরছে কোচের মনে।

এক সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড বলেন, ”  ক্রিকেটের ঠাসা সূচি চলছে৷ ক্রিকেটাররা দম ফেলার সময় পাচ্ছেনা।পরবর্তী ১২ মাসে সবমিলিয়ে ক্রিকেটারদের  ওয়ার্কলোড কী রকম হবে সেটা চিন্তার বিষয় কি না? অবশ্যই, এটা তো যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রেই চিন্তার বিষয়।  বিষয়টি ভাবাচ্ছে আমাকে। আমরা এটা নিয়ে গ্রিনের সাথে  বেশ কয়েকবার কথা বলেছি। মার্চের শেষ পর্যন্ত তার অনুভূতি কেমন হয় সেটাই দেখার বিষয়। “

বর্তমানে আইসিসির ব্যস্ত ক্রিকেট সূচির সাথে যোগ হয়েছে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগের  টি টোয়েন্টি খেলার চাপ। বেন স্টোকসের মত তারকা খেলোয়াড়তো এই চাপ সামলাতে না পেরে ওয়ানডে থেকে অবসরই নিয়ে নিয়েছেন।

আগামী বছরের শুরুতে ফেব্রুয়ারি – মার্চ মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বর্ডার – গাভাস্কার টেস্ট সিরিজ। এরপর আবার জুন – জুলাই মাসে অ্যাশেজ সিরিজ। আর এর মাঝে অনুষ্ঠিত হবে আইপিএল। যা নিয়ে চিন্তিত ম্যাকডোনাল্ড। তিনি মনে করেন এত চাপ সামলে খেলায় পারফর্ম করাটা কঠিনই।  

ম্যাকডোনাল্ড আরো বলেন, ” আমি নিশ্চিৎ আইপিএল খেলার আগে গ্রিন  অনেক ক্রিকেট খেলবে।  সে তার সিদ্ধান্ত এখনই নেবে না, আইপিএলে যাওয়ার আগমুহূর্তে হয়তো সে এটা নিয়ে ভাবতে পারে। যদি আইপিএল খেলে সে ক্লান্ত থাকতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ফিট নাও থাকতে পারে৷ আগামী ৩ মাস পর ৯ টির বেশি টেস্ট এবং কিছু ওয়ানডে খেলার আগে পরে আপনার শরীর কেমন থাকবে এটা কিন্তু আপনি জানেন না। “

টি – টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে এখনো পর্যন্ত ৮ টি ম্যাচ খেলেছেন  তরুন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ব্যাট হাতে করেছেন দুটি অর্ধশতরান। তার ১৭৩.৭৫ স্ট্রাইকরেটটাও যুগের সাথে ভালোভাবেই তাল মিলিয়ে যায়। অন্যদিকে গ্রিন বল হাতে শিকার করেছেন ৫ উইকেট। যার কারণে আইপিএলের আসন্ন নিলামে গ্রিন থাকবেন এটা বুঝতে পারছেন কোচ। তবে তিনি খেলবেন কি খেলবেন না এটা গ্রিনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও মনে করেব কোচ।  ওয়ার্কলোডের কারণে এর আগে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। গ্রিন কি সিদ্ধান্ত নেয় সেটা হয়ত সময়েই বলে দিবে।

Exit mobile version