Skip to main content

আইপিএলে চেনা ছন্দে ফিরলেন মুস্তাফিজ

Mustafizur Rahman returned to the familiar rhythm in IPL

Mustafizur Rahman returned to the familiar rhythm in IPL

 এবারের আইপিএলে বাংলাদেশ থেকে অংশ নেয়া একমাত্র ক্রিকেটার তিনি। তাই ভক্ত, সমর্থকদের বড় একটা অংশের চোখ আইপিএলে তার পারফরম্যান্সের দিকেই৷ কিন্ত শুরুর দিকে ছন্দে থাকলেও মাঝখানে যেন খেই হারিয়ে ফেলেন মুস্তাফিজ। 

নিজের নতুন দল দিল্লী ক্যাপিটালসের হয়ে শুরু থেকেই বেশ মিতব্যয়ী বোলিং করে যাচ্ছেন তিনি। কিন্তু গত কয়েক ম্যাচে দেখা গেছে অন্য এক মুস্তাফিজকে। উইকেট নিবেন তো দূরের কথা, উল্টো মার খেয়ে ভূত। তবে  এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেনা ছন্দে ফিরলেন কাটার মাস্টার।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতার মুখোমুখি হয় মুস্তাফিজরা। সেই ম্যাচ দুর্দান্ত বোলিং করে নিজের চেনা ছন্দে ফিরলেন এই পেসার। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচে ৩টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। তার ইকোনমি রেট ৪.৫০। ম্যাচে একবার হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছেন বাংলাদেশি পেসার।

বল হাতে মুস্তাফিজের সফলতার দিনে তার দলও জয় পেয়েছে। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের মাঝারি সংগ্রহ পায় কলকাতা। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিয়েছে দিল্লী। ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

তবে এই ম্যাচে ছন্দে ফিরলেও এর আগে দুটি ম্যাচে অপেক্ষাকৃত বাজে বোলিং করেছেন মুস্তাফিজ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে ৪৮ রান দিয়েছেন তিনি। মুস্তাফিজের একটি ওভার থেকেই ২৭ রান নিয়েছেন দিনেশ কার্তিক। এরপর আরো একটি ম্যাচে খরুচে বল করেছেন তিনি। রাজস্থান রয়েলসের বিপক্ষে ৪৩ রান দিয়েছেন মুস্তাফিজ। অবশ্য উইকেটও পেয়েছেন একটি।

আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। ইকোনমি রেটটাও ফিজের হিসাবে সামান্য বেশি, ৭.৩৯। দিল্লীর জার্সিতে ২৫.৮৭ গড়ে মুস্তাফিজের সেরা বোলিং ফিগার ১৮ রানে ৩ উইকেট। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আরো ধারালো হয়ে ফিরতে চাইবেন তিনি।

তবে গত ম্যাচে মুস্তাফিজের ছন্দে ফেরা আশা জাগাচ্ছে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের মনে। পন্থের পেস আক্রমনের অন্যতন ভরসার নাম ও এখন ফিজ৷ শেষ পর্যন্ত আইপিএলে ফিজ তার এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...