এবারের আইপিএলে বাংলাদেশ থেকে অংশ নেয়া একমাত্র ক্রিকেটার তিনি। তাই ভক্ত, সমর্থকদের বড় একটা অংশের চোখ আইপিএলে তার পারফরম্যান্সের দিকেই৷ কিন্ত শুরুর দিকে ছন্দে থাকলেও মাঝখানে যেন খেই হারিয়ে ফেলেন মুস্তাফিজ।
নিজের নতুন দল দিল্লী ক্যাপিটালসের হয়ে শুরু থেকেই বেশ মিতব্যয়ী বোলিং করে যাচ্ছেন তিনি। কিন্তু গত কয়েক ম্যাচে দেখা গেছে অন্য এক মুস্তাফিজকে। উইকেট নিবেন তো দূরের কথা, উল্টো মার খেয়ে ভূত। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেনা ছন্দে ফিরলেন কাটার মাস্টার।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতার মুখোমুখি হয় মুস্তাফিজরা। সেই ম্যাচ দুর্দান্ত বোলিং করে নিজের চেনা ছন্দে ফিরলেন এই পেসার। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচে ৩টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। তার ইকোনমি রেট ৪.৫০। ম্যাচে একবার হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছেন বাংলাদেশি পেসার।
বল হাতে মুস্তাফিজের সফলতার দিনে তার দলও জয় পেয়েছে। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের মাঝারি সংগ্রহ পায় কলকাতা। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিয়েছে দিল্লী। ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
তবে এই ম্যাচে ছন্দে ফিরলেও এর আগে দুটি ম্যাচে অপেক্ষাকৃত বাজে বোলিং করেছেন মুস্তাফিজ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে ৪৮ রান দিয়েছেন তিনি। মুস্তাফিজের একটি ওভার থেকেই ২৭ রান নিয়েছেন দিনেশ কার্তিক। এরপর আরো একটি ম্যাচে খরুচে বল করেছেন তিনি। রাজস্থান রয়েলসের বিপক্ষে ৪৩ রান দিয়েছেন মুস্তাফিজ। অবশ্য উইকেটও পেয়েছেন একটি।
আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। ইকোনমি রেটটাও ফিজের হিসাবে সামান্য বেশি, ৭.৩৯। দিল্লীর জার্সিতে ২৫.৮৭ গড়ে মুস্তাফিজের সেরা বোলিং ফিগার ১৮ রানে ৩ উইকেট। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আরো ধারালো হয়ে ফিরতে চাইবেন তিনি।
তবে গত ম্যাচে মুস্তাফিজের ছন্দে ফেরা আশা জাগাচ্ছে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের মনে। পন্থের পেস আক্রমনের অন্যতন ভরসার নাম ও এখন ফিজ৷ শেষ পর্যন্ত আইপিএলে ফিজ তার এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।