Skip to main content

আইপিএলে করোনার হানা

Covid Attack on IPL

আইপিএলে করোনার হানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) হানা দিয়েছে কোভিড-১৯ (করোনাভাইরাস)। আইপিএল আয়োজক কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানা গেছে, দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। বিবৃতিতে আরো জানানো হয়েছে, সার্বক্ষণিক দিল্লীর মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন প্যাট্রিক ফারহার্ট।

গোটা বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ছোবলে স্থবির হয়ে পড়েছিল ক্রীড়াঙ্গন। বিশ্বের নানান প্রান্তে বন্ধ হয়ে যায় বিভিন্ন টুর্নামেন্ট, সিরিজ। এমনকি বিশ্বকাপের মতো মেগা আসরও আয়োজন করতে পারেনি কর্তৃপক্ষ। এমন অবস্থায় কড়া নিরাপত্তা বজায় রেখে ২০২১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আয়োজন করেছিল বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)।

এ বছর ১৫তম বারের মতো চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

তবে কড়া নিরাপত্তার মাঝেও ভেদ করেছিল করোনা। সংক্রমণ বৃদ্ধি পেলে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল আয়োজক কমিটি। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের বাকি অংশ। এবারো ঠিক টুর্নামেন্টের মাঝপথেই দুঃসংবাদ পেয়েছে আইপিএল। মোস্তাফিজের দল দিল্লী ক্যাপিটালস থেকে আসলো সেই দুঃসংবাদ।

তবে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক অবস্থানে আছে আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। কঠোর জৈব সুরক্ষা বলয় মেনে মুম্বাই এবং পুনের মাত্র চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আইপিএল। নেই হোম-এ্যাওয়ে সুবিধাও। তবে সব সতর্কতা ছাপিয়ে গিয়ে ক্যাপিটালস শিবিরে ছোবল মেরেছে করোনা।

উল্লেখ্য; চলমান আইপিএলে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে দিল্লী ক্যাপিটালস। যেখানে সমান দুই জয় এবং দুই হার। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে দলটি। যে দলের হয়ে আইপিএল মাতাচ্ছেন বাংলাদেশী তারকা মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। নতুন দল দিল্লী ক্যাপিটালসের জার্সিতে অভিষেক ম্যাচেই রাঙিয়ে দিয়েছিলেন বাঁহাতি পেসার। ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরের দুই ম্যাচে উইকেটশূন্য থাকলেও বেশ ইকোনমিকাল বোলিং করেছেন দ্য ফিজ। চলতি আসরে এখন পর্যন্ত তার বোলিং ইকোনমি ৫.৮৩।

এদিকে দলগুলোর মধ্যে করোনার সংক্রমণ আরো বাড়লে, আইপিএলের ভাগ্য কোন দিকে ঝুলতে পারে তা অবশ্য সময়ই বলে দেবে। কিন্তু এই সংখ্যা বাড়তে থাকলে বিদেশী ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ধরে রাখা মুশকিল হয়ে পড়বে দলগুলোর। যেমনটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে আইপিএলের। ইতোমধ্যেই জৈব সুরক্ষা বলয় থেকে রক্ষা পেতে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে অনেক বিদেশী তারকা।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...