BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের মাঠকর্মীদের সৌরভের ধন্যবাদ

Sourav thanked everyone involved for the smooth and beautiful organization.

Sourav thanked everyone involved for the smooth and beautiful organization.

বাইশ গজে ব্যাট-বলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং কিংবা বোলারদের দুর্দান্ত বোলিং দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা দেয়। কিন্তু ক্রিকেটের অসীম সৌন্দর্যের পেছনের কারিগর মাঠকর্মী এবং পিচ প্রস্তুতকারীরা। এবার তাদের ধন্যবাদ জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

সদ্য শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সুন্দর ও সাফল্যের সঙ্গে চালাতে দীর্ঘ দুই মাস নিরলস পরিশ্রম করেছেন মাঠকর্মী এবং পিচ প্রস্তুতকারীরা। তাদের অসামান্য অবদানের কথা মাথায় রাখতে ভুল করেননি বিসিসিআই সভাপতি। সুষ্ঠু এবং সুন্দর আয়োজনের জন্য এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানালেন সৌরভ।

ক্রিকেটের বাইশ গজ এবং আউটফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাইশ গজের চরিত্র নির্ধারণ করে দেয়, ম্যাচে বোলাররা নাকি ব্যাটসম্যানরা দাপট দেখাবেন। অপরদিকে আউটফিল্ডের মানের উপর নির্ভর করে থাকে, ব্যাটসম্যানের ব্যাটে লেগে কত দ্রুত সময়ে বল সীমানা পার হবে। একইসাথে ফিল্ডিংয়ের জন্যও কাজটা কেমন কঠিন বা সহজ হতে পারে, সেটাও আউটফিল্ডের ওপর নির্ভর করে।

এর সবকিছুই নির্ভর করে মাঠকর্মীদের মুন্সিয়ানার উপর। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সন্তানের মতো তারা আগলে রাখেন, যত্ন করেন মাঠ এবং পিচের। কোনো দীর্ঘ প্রতিযোগিতা হলে সেই কাজটা হয়ে যায় আরো চ্যালেঞ্জিং। পিচ এবং আউটফিল্ড যেন টানা খেলার ধকল নিতে পারে, সেই ব্যবস্থা এবং পরিচর্যা করে থাকেন মাঠকর্মীরাই।

এবারের আইপিএল অনুষ্ঠিত হয়েছে মুম্বাই, পুণে, কলকাতা এবং আহমেদাবাদের মোট চারটি ভেন্যুতে। যেখানে চরম উত্তেজনাপূর্ণ এক টুর্নামেন্ট দেখতে পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। সাফল্যের সঙ্গে এই ক্রিকেট মহাযজ্ঞ শেষ করার অন্দরমহলের নায়কদের তো এই ধন্যবাদটা প্রাপ্য, অবশ্যই প্রাপ্য। সৌরভ সেই ধন্যবাদ দিলেন মাঠের কারিগরদের।

Exit mobile version